কবিতাঃ রুপোলী চাঁদ

0
984

কবিতাঃ রুপোলী চাঁদ
লেখাঃসানজিদা আক্তার

ওহে রুপোলী চাঁদ
একা থাকতে থাকতে তোমার ক্লান্ত লাগে না?
মনে হয় না,এবার সঙ্গী দরকার?
আর কতকাল তারার সাথে গল্পে মেতে থাকবে?

আর কতকাল রাতের অন্ধকার চিরে,
আলো বিলিয়ে বেড়াবে?
ইচ্ছে হয় না,
একটু জিরিয়ে নিতে?
মন কি চায় না, দিনের আলোকরেখা গায়ে মাখতে?

ওহ রুপোলী চাঁদ,
তোমার কি আমার সাথে কথা বলতে মন চায়না?
ইচ্ছে হয় না,
আমার এই লাল ফ্রক খানা গায়ে জড়াতে?
লাল ফিতায় ঝুটি বেঁধে নদীর পারে ছুটে বেড়াতে?

ধুর ছাই, কিছুই তো বলতে পারোনা,
দারাও বাবা কে বলবো,
তোমায় স্কুলে দিতে,
এ বাবা,,তোমার তো পাও নাই!
আমার বৌ পতুলের পা জোড়া নিবে?

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে