কবিতাঃ মধ্যবিত্ত
লেখাঃতানিয়া তানু
আমি উচ্চবিত্ত নই
তাই বিলাসিতা আমাকে ছুঁতে পারে না
আমি আবার নিম্নবিত্ত নই
তাই ক্ষুধায় হাহাকারে জর্জরিত হই না
খাই না কারোর লাথি-ঝাটা
তবে আমি মধ্যবিত্ত
সম্মান-অসম্মানের মাঝে রই সারাক্ষণ।
আমি মধ্যবিত্ত বলেই
প্রখর রোদে বা বৃষ্টিস্নাত দিনে
ছাতাবিহীনভাবে হেঁটেই চলি
মাইলের পর মাইল তারপর!
তারপর!বহুকষ্টে পৌছাই নিজের গন্তব্যস্থলে
আমি মধ্যবিত্ত বলেই
চাকরি নামক সোনার হরিণটা
আমার ধরা-ছোঁয়ার বাইরে
টিউশনিটাই একমাত্র অবলম্বন আমার যে!
আমি মধ্যবিত্ত বলেই
চাপা কষ্ট বুকের মধ্যে সঞ্চিত করে রাখি
অশ্রুজল না ভাসিয়ে জমা রাখি সারাজীবন।
আমি মধ্যবিত্ত বলেই
বাবার মতো বটগাছের ডালপালা হতে পারিনি
পারিনি দুখিনী মায়ের চোখের জল মুছতে
পারিনি ছোট বোনের আবদার মিটাতে
তাইতো মধ্যবিত্ত বলেই আমি ব্যর্থ
তবে একদিন,
গোছাবো মধ্যবিত্তের আঁধার
হয়তোবা উচ্চবিত্ত হয়ে নতুবা নিম্নবিত্ত হয়
যদি খালি করি আমার স্থান
তখনই আমার শূন্যস্থান পূরণে
নতুন এক মধ্যবিত্তের জন্ম হবে!