কবিতাঃ ভালোবাসায় ষোলআনা

0
1411

কবিতাঃ ভালোবাসায় ষোলআনা
লেখকঃ কাজী তানভীর

আমাদের প্রতিটি মুহুর্ত কাটুকু
একে অপরকে প্রথম দেখার মতো,
প্রেমালাপের প্রতিটি বাক্যের সাথে
ঝরে পড়ুক পোষে থাকা সব ক্ষত।

রাগ থাকুক, অভিমানটাও থাকুক,
থাকুক আরো যতসব ভুল বুঝা,
ভালোবাসার জীবন সুখারণ্য জানি,
কঠিনও জানি, অতটা নয় সোজা।

কখনো হাসি, কখনো কান্না ঝরঝর
কখনো খুশি, কখনো বিষাদে কাতর,
কখনো গাল-কপালভর্তি চুমু খাওয়া
কখনো হোক অভিমানে ফিরে যাওয়া।

ভুল বুঝা, অভিমান করা,
সম্পর্কের অন্তিম ইতি টানা,
কিছুটা সময় পরে রীতিমত
আবারো ভালোবাসায় ষোলাআনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে