কবিতাঃ তোমার মনে পড়ে?

0
701

#গল্প_পোকা_প্রতিযোগিতা_এপ্রিল২০
কবিতাঃ তোমার মনে পড়ে?
লেখাঃ তানিয়া তানু

সেই গহীন গহন
সর্বদিকে তরুলতার মেলা
নিঝুম রাত্রিরে একদিন,
তুমি-আমি গিয়েছিলাম চ, স্থানে
জ্যোৎস্নার আলোয় আলোকি২২ত হয়েছিলাম দুজনে
তোমার মনে পড়ে?
সেই নির্জন নদীর পাড়ে
কোনো এক কদম গাছের নিচেব
ঘাসের উপর মাদুর পাতিয়ে
অল্প অল্প গল্প করে
পাহাড়সম কথামালায় জড়িয়ে পড়তাম
হঠাৎ করে নীরবতা যখন যেত ছেয়ে
নদীর গতিতে তাকিয়ে থাকতাম এক নয়নে
তোমার মনে পড়ে?
আমি ছিলাম ঘরকুনো
ঘরেই ছিলো আমার অবস্থান
তুমিই দেখিয়েছিলে বাইরের জগত
সেই তুমিই প্রকৃতির মায়া পড়তে শিখিয়েছিলে
দিয়েছিলে আমায় সামাজিক জীবন
তোমার মনে পড়ে?
তোমার মনে পড়ুক বা নাই পড়ুক
আমার কিন্তু বেশ মনে পড়ে।
তাইতো যখনই মনে পড়ে তোমায়
তখনই সেই সোনালি স্মৃতিগুলো নেই পড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে