কবিতাঃ এবার খুশি তো!

0
1514

#গল্প_পোকা_প্রতিযোগিতা_এপ্রিল ২০
কবিতাঃ এবার খুশি তো!
লেখাঃ তানিয়া তানু

তাকিয়ে দেখো রাস্তায়
এখন আর যানজট হয় না
থাকে না বার বার সময় দেখার মানুষ।

তাকিয়ে দেখো শিশুতোষ পার্কে
এখন আর ছোট ছোট প্রজাপতিগুলো
উড়ে উড়ে বেড়ায় না

তাকিয়ে দেখো মার্কেটে
এখন আর ভীড় নেই
নেই পণ্য কেনার দরকষাকষি।

তাকিয়ে দেখো নদীর পাড়ে
এখন আর লাভ বার্ডরা
থাকে না জোড়ায় জোড়ায়

তাকিয়ে দেখো দোকানে
এখন আর পাড়ার ছেলেগুলো
জমায় না আড্ডা

তুমি তো চাইতে একলা হতে
তোমার তো একাকীত্ব প্রিয়
তাকিয়ে দেখো চারদিকে
কোথাও কেউ নেই
তুমি একা, বড্ড একা
এবার খুশি তো!

বিঃদ্রঃ একা থাকা অনেক মানুষেরই প্রিয়। তারা মিশুক নয়। তাদের মানুষ বেশি ভালো লাগে না। সেই সব মানুষদের জন্য আমার এই কবিতা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে