কবিতাঃগঙ্গা ফড়িং
লেখাঃসানজিদা আক্তার
বলি আমায় কি সঙ্গে নিবি?
ঐ পালকি করে বৌ আসছে,
দেখতে যাবি?
পিছন পিছন টগবগিয়ে ঘোড়ায় চরে,
বর আসছে আস্তে ধিরে,
বল তার পিছু যাবি?
ও গঙ্গা ফড়িং,
তোর ডানায় আমায় বসতে দিবি?
ছুটে ছুটে পা যে দুখায়
একটু কি জিরিয়ে নিবি?
দেখ,
ঐ নদীর পারে, গাছের নিচে
কিসের যেন মেলা বসেছে,
আমায় তা দেখতে নিবি?
এই ডজন খানেক লাল চুরি,
আমাকে কি কিনে দিবি?
আরে ওদিক পানে যাচ্ছিস কোথায়,
এখনি কি বাড়ি যাবি?
গোধুলি হতে অনেক দেরি,
বলি কিসের তোর তাড়াতাড়ি?
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/