কবিতাঃউত্তর
লেখাঃসানজিদা আক্তার
“তুই আমার শব্দমালা হবি?
এলোমেলো অগোছালো শব্দমালা,
হবি?
আচ্ছা, বাদ দে,হতে হবে না!
তুই নাহয় আমার কবিতার শেষ দুই লাইন হলি,
অথবা গল্পের উপসংহার।
সেই শেষ দু-লাইনে শুধু তুই থাকবি,
আমার সবটুকু কল্পনা দিয়ে তৈরি হবে
সেই শেষ দু-লাইন।
উপসংহারেও আমি তোকে নিয়ে
নতুন গল্পের সুচনা করব!
তোর আপত্তি নেই তো?
আচ্ছা,শেষ বিকেলে ঘুরতে যাবি?
তোর হাত ধরে যে খুব ঘুরতে ইচ্ছে হয়,
বহুদিনের ইচ্ছে_
নিয়ে যাবি?
আমি হাওয়াই মিঠাইর বায়না করবো না,
শুধু তোর সাথে একটু ঘুরবো।
বলনা,নিয়ে যাবি?
কখন থেকে প্রশ্ন করছি,
উত্তর কি নেই তোর কাছে?
চাঁদের সাথে তো বেশ ভাব জমিয়েছিস,
কি সুন্দর জ্বলছিস জোনাকপোকার মতো।
শুধু আমার প্রশ্নের উত্তরের বেলায় নিশ্চুপ!
কেন রে?
আমার সাথে কি আড়ি তোর?
আর কি উত্তর দিবি না???”
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/