কবিতাঃআমার একটা নদী ছিলো

0
792

কবিতাঃআমার একটা নদী ছিলো
লেখাঃ তানিয়া তানু

আমার একটা নদী ছিলো
সুখে ছিলো পরিপূর্ণ
যখন আষাঢ় মাসে বর্ষায় নামতো
সুখগুলো তখন উপচে পড়তো
সব বাধা বিপত্তি এড়িয়ে
নিরন্তর চলতো সে ছুটে

যেই না আমি খোদা ভুলে
মত্ত হলাম দুনিয়ার মধুতে
আমার সেই পূর্ণ সুখের নদীতে
হলো শুরু নদী-ভাঙন
জলের নদী হলো বালুময় নদী
প্রখর রোদ্রে জল গেলো আরো শুকিয়ে
দুঃখগুলো নিলো জায়গা করে সুখগুলোকে হারিয়ে

আমার সুখের সেই নদীটা না আর নেই
এখন সে যে অতীত হয়ে স্মৃতির পাতায় পেলো স্থান
যেদিন ভুললাম সৃষ্টির দায়িত্ব
সেদিনই আমার নদী হারালো তার অস্তিত্ব

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে