এ শহরেও বসন্ত আসে

0
1569

এ শহরেও বসন্ত আসে
আশা

এ শহরেও বসন্ত আসে
কিন্তুু গাছের বুকে জন্মান কচি সবুজ পাতার মনোরম দৃশ্য স্পষ্ট নয়।

এ শহরেও বসন্ত আসে
কিন্তুু কোকিলের সুমধুর ডাক যন্ত্রপাতির শব্দ ভেদ করে কানে পৌঁছাতে পারে না।

এ শহরেও বসন্ত আসে
কিন্তুু বসন্তের শীতল বাতাস রূপান্তরিত হয় ধূলিকণা মিশ্রিত দূষিত বায়ুতে।

এ শহরেও বসন্ত আসে
কিন্তুু প্রকৃতির প্রাঙ্গণে অগণিত ফুলের মেলা দেখা যায় না।

এ শহরেও বসন্ত আসে
কিন্তুু রাখালের হৃদয় স্পর্শী বাঁশির সুর মনকে আন্দোলিত করতে পারেনা।

এ শহরে বসন্ত প্রকৃতিতে নয়।
এ শহরে বসন্ত আসে ক্যালেন্ডারের পাতায়।

তারিখঃ ১৬-০৩-২০২০ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে