এমন একটা জিনিস বলো যেটা গরুর চারটে আর তোমার দুটো আছে!!!

0
5268

ছেলে:হাই বাবু!!!

????
কি করছো???

মেয়ে:এই ডিনার করলাম সোনা…
তুমি কি করছো???

আমি ভাবছি!!

?
কি ভাবছো???

আমার বাবুর কথা ভাবছি!!
????

বাবু আমার খুব ঘুম পাচ্ছে…কাল কথা বলি????

???

কি হলো??

এতো তাড়াতাড়ি ঘুমাবে???

কি করবো নাহলে???

একটা গেইম খেলি চলো??

কি গেইম??
?????

আমি তোমাকে কিছু প্রশ্ন করবো….তুমি আমাকে তার সঠিক উওর দেবে!!.
???

আচ্ছা ঠিকাছে!!!

তাহলে আমি প্রশ্ন করি???

ওকে…

এমন একটা জিনিস বলো যেটা গরুর চারটে আর তোমার দুটো আছে!!!

???
এটা আবার কি প্রশ্ন???

কি হলো?

আমি এসব বাজে কথার উওর দিতে পারবো না!!!

আমি তো পা-এর কথা বললাম!!!
????

????
আমি তো ভুল ভাবলাম !!!

বাবু তুমিও কি ভাবো এসব!???

পরের প্রশ্ন করো!!

বলোতো!!!
ছেলেদের প্যান্টে আছে কিন্তু মেয়েদের প্যান্টে নেই!!!কি হবে এটা???

এটাতো সোজা!!
এটা চেইন হবে!!

হয়নি বাবু!!???
আমি তো পকেটের কথা বললাম!!
ছেলেদের সব প্যান্টে পকেট থাকে,,,,,,মেয়েদের সব প্যান্টে থাকে না!!!

ওওওওও….
পরের প্রশ্ন__

বলো দেখি ছেলেদের কোন অঙ্গ সামনে উপস্থিত জিনিস দেখে আকার বদলায়???

ছি!!!
এটা কি প্রশ্ন আবার???

আমি তো রেটিনার কথা বললাম!!!
তুমি সবসময় বাজে কথাটাই আগে ভাবো!!
.????

কিন্তু রেটিনা তো সবার থাকে!!
তুমি তো শুধু ছেলে বললে!!

ছেলেদেরও তো থাকে।।
আজ সত্যি মজা হলো খুব খেলাটা খেলে!

হুম্!!!
কিন্তু আমার সত্যি খুব ঘুম পাচ্ছে…
??????

ওকে…
গুড্ নাইট বাবু…
লাভ ইউ

লাভ ইউ টু সোনা!!!
????
বাই!!!

.
বাই….