একটা মেয়ে সুন্দর হলে তার husband তাকে সন্দেহ করবে,

0
1468

একটা মেয়ে সুন্দর হলে তার husband তাকে সন্দেহ করবে,
আবার অসুন্দর হলে তাকে রেখে অন্য মেয়েদের কাছে যাবে…… কথা হচ্ছে-
মেয়েটা যাবে কোথায়???
..
একটা মেয়ে উচ্চশিক্ষিত হলে husband হীনমন্যতায় ভোগে, আবার
housewife হলে ঘরের এককোনে তার স্বামী তাকে অবহেলায় ফেলে রাখে…… কথা হচ্ছে- মেয়েটা যাবে কোথায়???
..
একটা মেয়ের আর্থসামাজিক অবস্থা যদি খারাপ থাকে, তাহলে তার husband কথায় কথায়
খোটা দিবে, আর যদি
ভালো থাকে তাহলে ওই স্বামী হীনমন্যতায়
ভোগে, কথা হচ্ছে- মেয়েটা যাবে কোথায়???
..
একটা মেয়ে যদি সংকীর্ণ মন নিয়ে চলে তাহলে husband তুচ্ছ তাচ্ছিল্য করে বলবে-
মেয়েরা তো এমন-ই, আবার সংকীর্ণতাকে অতিক্রম করে গেলে বলবে-
আরে এর মধ্যে তো কোন নারীসুলভ আচরন-
ই নাই, নারীত্ব নিয়েই সন্দেহ, কথা হচ্ছে-
মেয়েটা যাবে কোথায়??? যাবে কোথায়???

যাবে কোথায়???

আপনাদের ঘাড়ের উপর যেয়ে চড়বে??? তাও তো বলবেন- হা হা হা…….
SORRY NO SPACE, আবার না চড়তে
চাইলেও
বলবেন-
ইশ মেয়েটা নিজের কাঁধে দাড়িয়ে আকাশ
দেখতে চায়, বড্ড বেয়াদব!!
..
আসুন না, একটু বুঝার চেষ্টা করি!! ওরা তো
আমাদেরই মা, বোন, আমরা কেন, এ কথা ভুলে যাই, ওরা ভালো থাকলেই ভালো থাকে
আমাদের পরিবার,, সমাজ,, ও সভ্যতা!

লেখা,,,আরিয়ান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে