একজন পাপী নারীর তাওবার গল্প | ইসলামিক গল্প সংখ্যা-০৪

0
247

একজন পাপী নারীর তাওবার গল্প

একবার একজন পাপী নারী একটি কূপের পাশে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন একটি পিপাসার্ত কুকুর জিহ্বা বের করে পানি খুঁজছে। তার কোনো পানি খাওয়ার ব্যবস্থা ছিল না।

নারীটি কুপের পানি তুলতে একটি জুতো ব্যবহার করেন এবং কুকুরটিকে পানি পান করান।

রাসূলুল্লাহ (সা.) বলেন:
“এই কাজের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত দান করেছেন।”
(সহীহ বুখারি: ৩৩২১)

শিক্ষণীয় বিষয়:
দয়া ও মমতা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান।

ছোট একটি সৎ কাজও জান্নাতের কারণ হতে পারে।

মানুষ ও পশু-পাখির প্রতি সদয় আচরণ করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে