একজন অপরাজিতা পর্ব-০৪ এবং শেষ পর্ব

0
2725

#একজন_অপরাজিতা (শেষ পর্ব)
নুসরাত জাহান লিজা

“একটা ট্রেনে চড়ে বসলাম। ময়মনসিংহ স্টেশনে এসে যখন নামলাম তখন ভোর। অপরিচিত জায়গা, কিছুই চিনি না। উদ্দেশ্যহীন হাঁটাহাঁটি করে মহিলা হোস্টেলের খোঁজ করলাম। তখনই একজন মহিলার সাথে পরিচয় হলো। তার কাছ থেকে খোঁজ পেয়ে একটা মেসে উঠলাম। কয়েকদিনের মধ্যে দুটো টিউশনি পেলাম। পাশাপাশি পড়ার চেষ্টা করতাম। সন্তানের জন্মের সময় ঘনিয়ে আসছিল। যেখানে টিউশনি করতাম, তাদের গ্রামের বাড়ি ছিল নেত্রকোনা। আমার বিষয়টা ভদ্রমহিলা জানতেন। এসময় একা থাকা আমার জন্য সম্ভব ছিল না। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনিও খানিকটা আমার মতো একলা মানুষ ছিলেন বলা যায়৷ তার ট্রান্সফার হয়ে যায় নিজের এলাকাতে। আমাকে সাথে আসার প্রস্তাব দেন। তখন আমার অবস্থা ডুবন্ত মানুষের মতো, খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার প্রয়াসে আর আপত্তি করিনি। সেখানেই থাকতে শুরু করলাম।”

“আর কখনো তোদের গ্রামের বাড়িতে ফিরে যাসনি?”

“নাহ্! কার কাছেই বা ফিরতাম আর। দাদির খোঁজ নিয়েছিলাম। তিনিও আর ছিলেন না তখন। একবার আমাদের কলেজে গিয়ে এইচএসসির সার্টিফিকেট তুলে এনেছিলাম। তোদের কথা, বিশেষ করে তোর কথা খুব মনে পড়ত, জানিস? ভেবেছিলাম তোদের বাড়ি গিয়ে দেখা করে নইলে তুই কোথায় থাকিস জেনে আসব। কিন্তু কোন মুখে যেতাম, বল? তাই আর..”

“এরপর…”

“এরপর ইন্টারভিউতে প্রাইমারি স্কুলে টিকে গেলাম। আমার এখানে স্কুলে পোস্টিং হলো। চলে এলাম। প্রথমে বাড়ি ভাড়া নিয়ে বছর চারেক থাকলাম। এরপর কিছু সঞ্চয় মিলিয়ে ছোট্ট একটুখানি জায়গা কিনলাম। আস্তেধীরে ছোট্ট বাড়িটা বানালাম। মেয়েকে নিয়ে আমার ছোট্ট পৃথিবীটা এখানেই সাজিয়ে নিয়েছি।”

বলতে বলতে পাঁচ-ছয় বছরের একটা ফুটফুটে মেয়ে ঘরে এসে ঢুকল, আমাকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। অপরাজিতা ডেকে পরিচয় করিয়ে দিল, আমি যেন ছোট্ট অপরাজিতাকে দেখলাম, কাছে ডেকে বুকে টেনে নিলাম।

“তেমন কেউ আসে না তো বাড়িতে৷ তাই প্রথমে একটু আড়ষ্ট হয়ে আছে।” কিঞ্চিৎ হেসে বলল অপরাজিতা।

আমি আরেকবার অপরাজিতার দিকে খুব ভালো করে তাকালাম, একসময় বয়কাট দেয়া চুলগুলো এখন পিঠময় ছড়িয়ে, গভীর চোখদুটোতে বিষাদ ফুটে আছে, কিন্তু মুখটা এখনো সেই পুরনো অপরাজিতার, আত্মবিশ্বাসে টইটম্বুর।

ডাকাবুকা অপরাজিতাকে কেমন মা মা দেখাচ্ছে। একটা প্রশ্ন করব না ভেবেও কেন যেন করেই ফেললাম,

“শোয়েব কী করে জানিস আর?”

প্রশ্নটা মুখ ফসকে বেড়িয়ে যেতেই একটা চাপা অস্বস্তি অনুভব করলাম৷ ভাবলাম, মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললাম না তো।

তবে অপরাজিতা এক মুহূর্ত সময় না নিয়ে বেশ রুক্ষ স্বরে বলল, “ওর কোনো খোঁজ নেবার ইচ্ছে বা রুচি কোনোটাই হয়নি। ও আমার দৃষ্টিতে শুধুই একজন প্রতারক, প্রবঞ্চক। মানুষ হিসেবেই আর ভাবতে পারিনি। আমি যেমন ভুলের মাশুল দিয়েছি, ওরও নিশ্চয়ই কৃতকর্মের জন্য কিছু শাস্তি বরাদ্দ আছে। সেটা সৃষ্টিকর্তা জানেন।”

কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, সেও আবেগে গা ভাসিয়েছিল। কিন্তু কী আশ্চর্য মনের জোরেই না সামলে নিয়েছে!

আমি অনেকক্ষণ পরে কেবল বললাম, “তোর আক্ষেপ হয় না? তোর কত সম্ভাবনা ছিল, এতটা ব্রাইট ফিউচার হাতছানি দিচ্ছিল, সুন্দর গোছানো একটা জীবন ছিল। সব এলোমেলো হয়ে গেল। কিছুই হলো না।”

“আক্ষেপ কেবল ভুল মানুষকে ভালোবাসার। অবশ্য যে প্রতারিত হয়, তার আসলে লজ্জা পাবার কিছু নেই। লজ্জা তো তার পাওয়া উচিত যে প্রতারণা করে, বিশ্বাস রাখতে পারবে না জেনেও ভালোবাসার প্রলোভন দেখায়। আমি জীবনে একমাত্র যার সাথে অন্যায় করেছিলাম তার জন্য যন্ত্রণা হয়। বাবাকে ভীষণ কষ্ট দিয়েছিলাম। সেই ভুলের শাস্তিই পাচ্ছি জীবনে। আমার সমস্ত আক্ষেপের জায়গা জুড়ে কেবলই তিনি।”

কিছুটা থেমে আবারও বলল, “কিন্তু এখন নিজের না পাওয়া স্বপ্নের বীজগুলো ছোট্ট শিশুদের মধ্যে বিলিয়ে দেই। তাদের মাঝে নিজের শৈশবকে আবিষ্কার করি। আমার মেয়ে আর ওদের সঠিক শিক্ষা দিতে চাই, যাতে অপরাজিতার মতো কেউ হেরে না যায়। ভুল শুদ্ধ চিনতে শেখে।”

“তুই হয়তো সঠিক মানুষ চিনতে পারিসনি। ভুল করেছিলি। কিন্তু একদমই হেরে যাসনি। অপরাজিতারা কখনো হারে না, হারতেই জানে না। তাই এভাবে ঘুরে দাঁড়িয়েছিস।”

সেদিন ফেরার সময় বুঝলাম, আমার এতদিনের অভিমান গলে জল হয়ে গেছে। সময় মানুষকে কতই না বদলে দেয়! ভুলগুলো শুধরে খাঁটি বানায়। এভাবে ঘুরে দাঁড়াতেই বা কয়জন পারে!

পরিশিষ্টঃ
বাস ছুটে চলেছে গন্তব্যের দিকে, জানালা দিয়ে আমি স্থির দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছি। অপরাজিতার গল্প শোনার পর থেকেই ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। কত সমীকরণ মাথায় আসছে। মনে হচ্ছে, খুব কি ক্ষতি সেই দিনটা কখনো যদি জীবনে না আসত, যেদিন অপরাজিতা ঘর ছেড়েছিল একটা ভুল মানুষের হাত ধরে। মেয়েটার নিজের জীবন নিয়ে কোনো আক্ষেপ না থাকলেও আমার আছে। যদিও ওকে বলতে পারিনি, তবুও.. অবচেতনেই আমার দুচোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল।

অপরাজিতা ভীষণ জেদ করছিল থাকার জন্য, কিন্তু এবার সত্যিই সময় হয়নি। তবে কথা দিয়ে আসতে হয়েছে থিসিস শেষ হলে সময় নিয়ে ওর কাছে যাব। ওর বলা আরেকটা কথা মনে পড়তেই বাসে পাশের সিটে বসা রোহানের দিকে ঘুরে তাকালাম।

“তোর জীবনে বিশেষ কেউ আসেনি?”

অপরাজিতার কোনো উত্তর আমার কাছে আসলে নেই। রোহান অদ্ভুতভাবে আমার দিকেই তাকিয়ে আছে, ওর দৃষ্টির প্রখরতা আমি অনুভব করতে পারি৷

ছেলেটা নিঃস্বার্থ বন্ধুর মতোই সবসময় পাশে থেকেছে। আমি দেখতে কেমন সেটাও গুরুত্ব পায়নি কোনোদিন। আমি অনুভব করতে পারি ওর ভালোবাসা আর সম্মানটুকু। সবাই তো শোয়েব হয় না, অনেকে তো রোহানও হয়। একবার বিশ্বাস করে দেখিই না, বিশ্বাস আমাকে কতটা ফেরত দেয়।

আমাকে এভাবে তাকাতে দেখে সে বলল, “কী হয়েছে তোর? কী দেখছিস?”

আমি অবচেতনেই বললাম, “তুই আর আমি বোধহয় খুব একটা খারাপ কাপল হবো না, কী বলিস?”

রোহানের চোখে প্রবল বিস্ময়, এতদিন ধরে আমার পিছে পড়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিল।

রোহান সবিস্ময়ে বলল, “আমি বোধহয় স্বপ্ন দেখছি!”

“হ্যাঁ, কিন্তু জেগে জেগে।”

রোহান হেসে ফেলল, বহু আরাধ্য প্রাপ্তির হাসি। আমি বেশিক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতে পারলাম না, জীবনে প্রথমবার রোহানের দিকে তাকাতে কোত্থেকে একরাশ লজ্জা এসে ভিড়ল। বাসের জানালা দিয়ে বাইরে তাকালাম। সূর্য ডুবেছে অনেকক্ষণ! মস্ত চাঁদটা ভীষণ সুন্দর! একজন বিশ্বস্ত সঙ্গী পাশে থাকলে জীবনটাও সুন্দর হয়।

ফেরার আগে আগে বলা অপরাজিতার কথাটা আমার এতদিনের বৈরাগ্য ভুলিয়ে দিয়েছে। একদিন হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে পালিয়ে যাওয়ায় ফলে তার পরিবারের বিপর্যয় দেখে আমার মনে একটা ভয় বাসা বেঁধেছিল অবচেতনে। সেটা থেকে কেন যেন বেরিয়ে আসতে পারছিলাম না। আজ ওর একটা কথা বহু আগের মতো আবারও আমাকে পথ দেখাল। সে বলেছিল,

“একটু আগে বলেছি ভালোবাসা বলে কিছু নেই। কথাটা আসলে ঠিক নয়। ভালোবাসা সত্যিই চমৎকার, যদি না সেটা অপাত্রে যায়।”
…….
(সমাপ্ত)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে