আস্থা পর্ব-১১ এবং শেষ পর্ব

0
1694

#আস্থা

অন্তিম পর্ব

Farzana akter mithila

গুলির আওয়াজ পাওয়া মাত্র রায়েদ রায়ান আইরা বলে চিতকার করে উঠলো

শুট করতে দেখে আইরা সরে যেতে গেলেও পারেনি সোজা এসে আইরার পেটে লাগে গুলি টা সাথে সাথে রক্তক্ষরন শুরু হয়ে যায়

তিথি আইরা কে ধরে রায়ানকে বলে এখনি ওকে হসপিটালে নিয়ে যা

রায়ানঃ কিন্তু তুই

তিথিঃ আমাকে নিয়ে ভাবিস না আগে ওকে বাচা
রায়েদঃ আমি ওর কিছু হতে দেবনা
রায়ান তারাতাড়ি চল
বলেই রায়েদ আইরাকে কোলে তুলে নিয়ে হাটতে শুরু করল

মিতুর হাতে থাকা ছুরি দিয়ে শিমুল কে মারতে থাকে মিতু
কিন্তু শিমুল এর শক্তির সাথে মিতু পেরে উঠে না শিমুল মিতুর থেকে ছুরি কেড়ে নিয়ে মিতুর পেটে আঘাত করে

রুবেল নিজের মেয়েকে এই অবস্থায় দেখে শান্ত থাকতে পারেনা
গান নিয়ে শিমুল কে শুট করে সাথে শিমুল পড়ে যায়

তিথি পুলিশকে ইনফর্ম করে

কিছুক্ষণ পর পুলিশ এসে রুবেল আর শিমুল কে নিয়ে যায়

তিথি মিতুকে নিয়ে হসপিটাল এ যায়

১০ বছর পর

আইরাঃ এই রায়েদ উঠো কত বেলা হয়েছে দেখেছো আজ যে রায়ান দেশে আসবে সেই খেয়াল আছে?

রায়েদঃ হু আছে

আইরাঃ তাহলে এখনো ঘুমাচ্ছো কেন ওদের আনতে যাবা তো

রায়েদঃ আগে আদর দাও তারপর যাব

আইরাঃ তুমি কি বাচ্চা নাকি যে আদর দিতে হবে

রায়েদঃ না আমি বাচ্চা না তবে বাচ্চা আনার ব্যবস্থা করতে আদর চায়

আইরাঃ ইশ শখ কত

রায়েদঃ উহু আমার শখ না আমার মেয়ে আমার কাছে একটা ভাই চেয়েছে আমি কি করে না দিয়ে থাকি

আইরাঃ এখন ঢং করনা তারাতাড়ি উঠ

রায়েদঃ নিরামিষ বউ একটা

আইরাঃ সেদিন মরে গেলে ভালো হত একটা আমিষ বউ বিয়ে করে আনতে পারতে

রায়েদঃহুশ একদম মরার কথা বলবেনা

আইরাঃ সেদিন মিতু যদি আমাকে না বাচাতো তবে তুমি আমাকে আর পেতে না রায়েদ

আমার পেট এ গুলি লাগায় কিডনি তে প্রব্লেম হয় কিডনি চেঞ্জ করাতে হয় কিন্তু ওই মুহুর্তে আমাকে কে কিডনি ডোনেট করে তোমরা জানতে না
মিতু যখন জানতে পারে আমার কিডনি লাগবে ও তখন গোপনে কিডনি দিয়ে দেই কিন্তু আমাকে বাচিয়ে ও নিজে মারা যায়

রায়েদঃ কি বলছো মিতু তোমাকে কিডনি দিয়েছিল

আইরাঃ হ্যাঁ ওর জন্য আজ বেচে আছি আমি।সেদিন তোমরা যখন কিডনির জন্য পাগল হয়ে গেছিলে তখন মিতু আমার কেবিনে আসে আমি চোখ বন্ধ করে ছিলাম মিতু ভেবেছিল আমি ঘুমিয়ে আছি ও আমার হাত ধরে মাফ বলছিল

পারলে আমাকে মাফ করে দিয়েন,আপনার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি আমি কিন্তু নিজের করে রাখতে পারিনি আমি জানি আমি মরে যাব পেটে আঘাত লাগাই টিউমার ফেটে গেছে যেকোনো সময় আমি চলে যাব আপনার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি সেগুলো ফেরত দিতে পারবনা কিনতু কিডনি তো দিতে পারি
আমি আপনার সাথে যা করেছি তার ফল আমি পেয়েছি তবুও পারলে আমাকে মাফ করে দিবেন
বলেই মিতু যেতে গেলে আমি ওর হাত ধরি কিন্তু কিছু বলার শক্তি আমার ছিলনা সেদিন ওকে বলতে চেয়েছিলাম ওকে আমি মাফ করে দিয়েছি কিন্তু পারিনি বলতে
ও আমাকে শুধু বলেছিল ও আমাকে কিডনি দিয়েছে সেটা জেনো কাউকে না বলি
অপারেশন এর পর ওর কাছে যখন যেতে চায় তখন তোমরা বল ও মারা গেছে

রায়েদঃ আইরা কষ্ট পেয়োনা ওর জন্য

আইরাঃ আমি চেয়েছিলাম আমার সাথে করা অন্যায় এর শাস্তি পাক কিন্তু আমি তো ওর মৃত্যু চাইনি

রায়েদঃ হায়াতের উপর আমাদের কারোর হাত নেই

আইরাঃ হুম দেরী হয়ে যাচ্ছে যাও

রায়েদঃ হুম

এয়ারপোর্টে
আহমেদ ফ্যামিলির সকল সদস্য দাঁড়িয়ে আছে

রায়ান তিথি আর ওদের ছেলে মায়ান আজ দেশে ফিরছে
৫ বছর আগের মায়ানের জন্ম হয়। মায়ান হওয়ার পর ওর চোখে প্রব্লেম হয়ে তার জন্য বিদেশে থেকে ট্রিটমেন্ট করাতে হয় এখন মায়ান সম্পুর্ন সুস্থ

আহমেদ পরিবার আজ পরিপূর্ণ কোন

আজিজ স্ত্রী, ৩ছেলে, বউমা নাতি নাতনিদের আজ খুব খুশি
আইরা রায়েদ এর দিকে এক মনে তাকিয়ে আছে
হ্যাঁ এটাই তার #আস্থা

সমাপ্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে