আমি মেসেজের পর মেসেজ পাঠিয়েই যাই

0
2537

আমি মেসেজের পর মেসেজ পাঠিয়েই যাই,
আমার বিরক্ত লাগে না, আমার ক্লান্তি আসেনা।
আমার পাঠানো মেসেজের সংখ্যা ৫০ পেড়িয়ে যায়,
সে দেখে না, কিংবা দেখে এড়িয়ে যায়!
আমি বুঝি তার আর আমাকে ভালোই লাগে না!

সে অনলাইনে আসে!
আমার বুকের ধুকপুকানি বেড়ে যায় !
এই বুঝি মেসেজ সীন করবে”
এই বুঝি বলে ফেলবে কিছু একটা,
আমি আশায় থাকি,
সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে!
আমি তার ইনবক্সে পড়েই থাকি!
মেসেজ পাঠায়, রিফ্রেশ করি,
সবুজ বাতি জ্বলে কিন্তু মেসেজ আসেনা,,
অনেক গুলো মেসেজ পাঠানো হয়ে যায়,
সীন লেখা উঠলো অবশেষে!
আমার কাঁপাকাঁপি বেড়ে গেলো..
অনেক গুলো মেসেজ দেখে বকা দিবে বোধ হয়
তার আর দোষ কি?
আমাকে অনেকেই বলে সে আমাকে আর ভালোবাসে না, এতো এতো লোকের কথাায় আমি কান দেয় না
আমার তাকে বিশ্বাস করতে ভালো লাগে,
তার কাছে বেহায়া সাজতে ভাল্লাগে,
সে আমার একশোটা মেসেজের বিপরীতে দুইটা মেসেজ পাঠায়..তাতেই আমার ভাল্লাগে!
মনে হয় জেনো অনেক কিছু পেয়ে গেছি!
খুব ব্যস্ত থাকে বোধহয়!
তাই একটা টেক্সট দিতে সময় পায়না,
আমার কি দোষ?
তাকে অনেক বেশি ভালোবাসি!
এটা দোষ আমার,
নাকি অন্ধের মতো বিশ্বাস করাটা দোষ?

অবশেষে একটা কথা বলতে পারবো যে আমার থেকে বেশি অন্য কেউ তাকে ভালোবাসতে পারবে না..??

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে