আমি কাঁদতে ভুলে গেছি

0
1170

আমি কাঁদতে ভুলে গেছি
___আশা

চোখের কোনে ভরা নোনা জল
একটু টোকা দিলেই যেন করবে বষর্ণ।
তবুও ঝরে পড়ে না তুমুল বেগে,
কারণ আমি কাঁদতে ভুলে গেছি।
কান্না আমার শোভা পায় না।
যার চোখের কোনে ঝরে পড়া,
নোনা জল মোছার লোক আছে তার কাঁদতে মানা।

আমি কাঁদতে ভুলে গেছি।
কারণ আমি দেখেছি তাকে,
যার কাঁদতে কাঁদতে চোখের জল মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে,
নেই মুছের দেয়ার মতো ভরসার দুটি হাত।

হ্যাঁ! আমি কাঁদতে ভুলে গেছি।
কারণ দেখেছি আমি পথের ধারে,
পড়ে থাকা হাজার পথ শিশুর আতর্নাদ।
শুনেছি আমি অসহায় মায়ের করুন বিলাপ,
যে ছোট্ট শিশুর জন্য হাড়িতে দিতে পারেনি ভাত।
আমি কাঁদবো কেন? আমি তো আছি বেশ।
চোখের কোনে ভরপুর জল মানায় না আমায়।
কান্না তো তাদেরই জন্য যারা নিঃস্ব অসহায়।
আমি কাঁদতে ভুলে গেছি তাই।

তারিখঃ১৩-০২-১৯ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে