আমার_প্রতিশোধ পার্ট: ০৯

0
3052

আমার_প্রতিশোধ

পার্ট: ০৯

লেখিকা: সুলতানা তমা

সকালে দারোয়ানের চেঁচামেচি তে সবার ঘুম ভাঙ্গলো, রাতে তিথি আর আমি কখন যে মা আর ভাবির পাশে ঘুমিয়ে পরেছিলাম বুঝতেই পারিনি, সবাই তাড়াতাড়ি বাড়ির বাইরে গেলাম দারোয়ান পরী কে কোলে করে নিয়ে আসছে, ভাবি দৌড়ে গিয়ে পরী কে কোলে নিল পরী অজ্ঞান হয়ে আছে, তিথি পানি এনে পরীর উপরে ছিটিয়ে দিতেই পরী চোখ খুলে তাকালো, আমি রুমে এসে তাসিন কে ফোন দিলাম
–অন্নি বল
–পরী কে পাওয়া গেছে
–হ্যা জানি তো পরী ফিরে আসবে এজন্য তোমাকে এতো খুশি হতে হবে না
–মানে
–কিছুনা সবাইকে নিয়ে হসপিটালে চলে আসো
–হুম

কিছুই মাথায় ঢুকছে না পরীর জন্য তাসিনের একটুও চিন্তা ছিল না পরী কে পাওয়া গেছে তাও তাসিন খুশি না তাহলে কি ও জানতো পরী কে যে আমি কিডন্যাপ করিয়েছিলাম….?

সবাইকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম, গাড়িতে বসে বসে ভাবছি এখন কি কাজ করবো যে কাজে সবাই আবার কাঁদবে, হঠাৎ মাথায় আসলো তাসিন হানিমোনে যেতে চাইছে এই সুযোগ কাজে লাগাতে হবে যেখানেই যাই তাসিন কে কষ্ট দিব আর এই কষ্টটা হবে অনেক বড় যার আগাত সহ্য করতে গিয়ে সবাই কাঁদবে

হসপিটালে চলে এসেছি বাবার রুমে একসাথে অনেক মানুষ যেতে দেয়না তাই পরী কে আসিফ ভাইয়া বাবার রুমে নিয়ে গেলো, আমরা সবাই বাইরে অপেক্ষা করছি, তাসিন বার বার আমার দিকে থাকাচ্ছে আর হাসছে বিষয়টা কেমন যেন লাগছে সত্যিই কি ও সব বুঝে গেছে
–অন্নি
–হুম
–ঠিক করেছ
–কি
–আমরা হানিমোনে কোথায় যাবো
–না
–ঠিক আছে আমিই বলছি আমরা সমুদ্র বা পাহাড়ি অঞ্চলে যাই তোমার জন্য সুবিধা হবে
–আমার সুবিধা হবে মানে
–না কিছুনা
–(কি বলছে তাসিন এসব মাথায় কিছুই ঢুকছে না)
–কি ভাবছ
–কিছুনা
–হানিমোনে অন্য কোথাও না গিয়ে চলো আমাদের বাংলো তে ঘুরে আসি আমার কিছু স্মৃতি জমানো আছে ওখানে তোমাকে দেখাবো
–হুম
–তাহলে আমরা এক সপ্তাহ পর যাচ্ছি
–(তোর হানিমোন করার সখ মিটাবো একবার যাই বাংলোতে)

পরী কে পেয়ে বাবা আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন তাই বিকেলবেলা বাবা কে রিলিজ করে দেওয়া হলো, বাবা কে নিয়ে সবাই বাসায় ফিরে আসলাম

রাতের খাবার খেয়ে এসে সোফায় বসে বসে গেমস খেলছি হঠাৎ তাসিন ভাবি কে সাথে নিয়ে রুমে ঢুকলো বুঝলাম না ভাবি কে নিয়ে আসলো কেন
তাসিন: ভাবি অন্নি কে জিজ্ঞেস করো ও আমার সাথে এমন করছে কেন (হায় আল্লাহ্‌ ভাবি কে সব বলে দিল নাকি, তাসিন যদি পরীর কথা বুঝেই থাকে ভাবি কে বললে তো আমি অনেক ছোট হয়ে যাবো)
ভাবি: কিরে অরনী কি হয়েছে
আমি: কই কি আমি আবার কি করলাম (ভয়ে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে)
তাসিন: এতো ভয় পাচ্ছ কেন
ভাবি: তাসিন কে ইগনোর করছ কেন দুজন আলাদা ঘুমাও কেন
আমি: ও কি শুধু এগুলো বলেছে তোমাকে
ভাবি: হ্যা আর কি বলবে আরো কিছু করেছ নাকি
তাসিন: না ভাবি এইগুলাই
ভাবি: সব মান অভিমান ভুলে দুজন এক খাটে ঘুমাও আমার তো ইচ্ছে হচ্ছে চাঁচিআম্মু হতে (ভাবি এসব বলে হাসতেছে রাগে তো ইচ্ছে হচ্ছে তাসিন কে খুন করি)
তাসিন: ভাবি আমার মনে হয় আমরা হানিমোনে গেলে সব ঠিক হয়ে যাবে
ভাবি: তাহলে যা আমি বাবা কে বলবো
তাসিন: ভাবি আমি আমাদের বাংলো তে যেতে চাই
ভাবি: পাগল হয়েছিস ওখানে কেন যাবি শুধু শুধু নিজের কষ্ট বাড়াতে
তাসিন: না ভাবি এখন তো অরনী পাশে আছে আর কষ্ট হবে না
ভাবি: ঠিক আছে

ভাবি চলে গেলো আমি ভাবছি বাংলোতে কি এমন আছে যে তাসিন হানিমোনে ওখানে যেতে চাইছে আর ভাবি না করলো কেন, বাংলোতে গেলে তাসিনের কষ্ট বাড়বে মানে কি
–অন্নি কি ভাবছ
–কিছুনা
–বাংলোতে গেলে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে
–(অবাক হয়ে ওর দিকে থাকালাম)
–হ্যা অন্নি এই বাংলোতে অনেক কিছু আছে যা থেকে তোমার অজানা অনেক কিছুই জানবে
–কি আছে
–বললাম তো বাংলোতে গিয়ে সব প্রশ্নের উত্তর পাবে এখন ঘুমাতে আস
–আমি সোফায় ঘুমাব
–অন্নি প্লিজ আমার বুকে ঘুমাও
–ইচ্ছে নেই
–হ্যা এখন তো ইচ্ছে থাকবেই না একদিন তুমি আমার বুকে ঘুমানোর জন্য ঠিক কাঁদবে সেদিন আমি বলবো তোমাকে বুকে নেওয়ার ইচ্ছে নেই
ওর কথার কোনো জবাব না দিয়ে শুয়ে পরলাম, বাংলোতে কি আছে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পরলাম

সকালে মুখে পানির ঝটকায় ঘুম ভাঙ্গলো চোখ খুলে দেখি তাসিন হাসছে রাগে উঠে ওর গলা চেপে ধরলাম
–এই অন্নি মরে যাবো তো
–পানি দিলা কেন
–একটু পর রওনা দিতে হবে তুমি এখনো ঘুমাচ্ছ তাই ঘুম ভাঙ্গালাম
–রওনা দিতে হবে মানে
–ভুলে গিয়েছ বাংলোতে যাবার কথা
–আজকেই
–হ্যা আমি দেরি করতে চাই না তোমার সবকিছু জানা প্রয়োজন রেডি হয়ে নাও
–আচ্ছা তুমি কি বলছ আমার মাথায় কিছুই ঢুকছে না আমার কি জানা প্রয়োজন
–তুমি তোমার ছোটবেলার স্মৃতি ভুলে গিয়েছ আমি ভুলিনি অন্নি আমি চাই তুমি আবার সবকিছু মনে করে আগের অন্নি হয়ে যাও
–আগের অন্নি মানে
–তুমি কি বাসাতেই সময় নষ্ট করে ফেলবে আমাদের তো যেতে হবে যাও রেডি হয়ে নাও
–হুম

রেডি হচ্ছি আর তাসিনের বলা কথা গুলো ভাবছি কি বলছে তাসিন এসব, বাংলোতে কি আছে আর সবকিছু আমার জানা প্রয়োজন মানে কি মাথায় তো কিছুই ঢুকছে না

রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে তাসিন আর আমি বেরিয়ে পরলাম, তাসিন ড্রাইভ করছে আর আমি বাইরে তাকিয়ে ভাবছি তাসিন আমাকে কি জানাতে চায় যে বাংলোতে নিয়ে যাচ্ছে, আগের অন্নি হয়ে যাও বলে তাসিন কি বুঝাতে চাইছে তাহলে কি তাসিন আমাকে আগে থেকে ছিনে…..

চলবে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে