আধারে তুমি পর্ব-০৩

0
1315

#আধারে_তুমি
#লেখিকাঃ মার্জিয়া রহমান হিমা
#পর্বঃ ০৩

শান পুলিশের চাকড়ি পাওয়ার পর থেকে মুসফিক চৌধুরী তার সঙ্গে কখনো তার কাজ নিয়ে কথা বলেনি।
সকালের ডিউটি শেষ হতেই শান লাঞ্চ করে গাড়ি নিয়ে সোহার বাড়িতে চলে যায়। ইমতিয়াজ রহমান আর রিয়ানা রহমান শানকে আপ্যায়ন করার জন্য উঠে পড়ে লাগে।
সেইদিনের পর আজ এক মাস হয়েগিয়েছে। মুসফিক চৌধুরী, সোহাকে তাদের বাড়িতে কয়েকদিনের জন্য নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু সোহার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার জন্য নিয়ে যেতে পারেনি। তাই ইমতিয়াজ রহমানের সাথে কথা পরীক্ষা শেষ হতেই আজই শানকে পাঠিয়ে দিয়েছে সোহাকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মুসফিক চৌধুরী শানের কাজ নিয়ে এখনও পর্যন্ত নারাজ থাকায় শান সব সময় চেষ্টা করে তার বাবা যেনো অন্য কাজ নিয়ে তার উপর রাগ না করে তাই বিনা শব্দে শান গাড়ি নিয়ে এসে পরেছে সোগাকে নেওয়ার জন্য।
প্রায় অনেক সময় ধরেই শান, ইমতিয়াজ রহমানের সাথে গল্প করতে করতে সোহার জন্য অপেক্ষা করে যাচ্ছে কিন্তু সোহার এখনও দেখা মেলেনি। শান সোহার জন্য বসে বসে বিরক্ত হয়ে গেলো। রিয়ানা রহমানও এবার সোহার রুমে ছুটলো। সোহার এতো দেড়ি দেখে রিয়ানা রহমান নিজেই রেগে রয়েছেন। সোহার রুমে ঢুকতেই দেখে সোহা ফ্লোরে বসে রয়েছে কোলে টমিকে নিয়ে কিছু একটা করছে। রিয়ানা রহমান সোহার কাজ দেখে রেগে বললো
” সোহা কি শুরু করেছিস তুই ? ছেলেটা প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে এসে বসে আছে তোর জন্য কিন্তু তুই এখনও বসে আছিস ? তোর জন্য কি ছেলেটা সারাদিন এখানেই বসে থাকবে নাকি !”
সোহা তার কাজ করতে করতে মুখ ফুলিয়ে বললো
” আহ আম্মু ! আমি জানি আজকে উনার হাফ ডিউটি তাই তো তাড়াহুড়ো করছি না। আজ সারাদিন আমাদের বাড়িতে বসে থাকলেও কিছু হবে না।” সোহার মা সোহার পড়ার টেবিল থেকে সোহার স্কেল হাতে নিয়ে চোখ রাঙিয়ে বললো
” তুই উঠবি ? নাকি এখন মার খাবি আমার হাতে ? আর টমিকে নিয়ে গুঁতোগুতি করছিস কেনো তুই ? এই কুকুরকেও নিয়ে যাবি নাকি সাথে ?” টমিকে কুকুর বলার সোহা ক্ষেপে গেলো। বসা থেকে উঠে রেগে বলে
” তুমি আবারও টমিকে কুকুর বলছো ? তোমাকে কতোবার না করবো আর ! কারোর কোনো কথা শোনো না তুমি।”
রিয়ানা বেগম তেড়ে এসে বলে
” তুই এখন আমাকে শেখাবি ? আমি কার কথা শুনবো আর কার কথা শুনবো না ! গেলি এখনই নাকি এবার সত্যিই মারবো ?” সোহা মুখ ফুলিয়ে টমিকে কোলে নিয়ে সাইড ব্যাগ কাধে ঝুলিয়ে লাগেজ নিয়ে নিচে চলে যায়।
শান সোহাকে নামতে দেখেই হাফ ছেড়ে বাচে। ইমতিয়াজ রহমান সোহাকে উদ্দেশ্য করে বলে
” মনে রাখবে ওটা সিমি শশুড় বাড়ি। সেখানে গিয়ে কোনো উল্টোপাল্টা কাজ করবে না যাতে সিমির মান-সম্মানে আঘাত করে, বুঝেছ ?”
সোহা সুন্দর মতো মাথা নাড়ালো। সবার আড়ালেই শান মুচকি হাসলো সোহাকে দেখে। বিদায় নিয়ে শান গাড়িতে উঠে বসতেই সোহার কোলে টমিকে খেয়াল করে চেঁচিয়ে উঠে। সোহা চমকে বলে
” কি হয়েছে আপনার ? মেয়েদের মতো চেঁচাচ্ছেন কেনো আপনি ?” শান রেগে বলে
” তুমি একে সাথে করে নিয়ে যাচ্ছো নাকি ?” সোহা ঠোঁট উল্টে মাথা নেড়ে সায় দিলো। শান চোখ বড় বড় করে সানগ্লাস খুলে নেয়। অন্য হাতে কপালে হাত দিয়ে বসে থাকে। সোহা দাঁতে দাঁত চেপে বলে
” সমস্যা কি আপনার ? আমি এতোদিনের জন্য কোথাও যাচ্ছি ! আমি কি একা যাবো নাকি ? টমি তো যাবেই আমার সাথে ! এটা সবারই জানা কথা। আপনি আবার কোন আকাশ থেকে টপ করে পড়েছেন ?”
সোহার কথা শুনে শান ক্ষেপে সোহার দিকে ঝুকে বলতে থাকে
” এই মেয়ে তুমি জানো না ? আমার এসব পশুপাখির পশমের সংস্পর্শে আসলেই এলার্জি হয় ! তুমি জেনেও একে সাথে নিয়ে যাচ্ছো ! তোমার কোনো কমন সেন্স নেই ? একে তো এতোগুলো দিন তুমি নামক বাদরকে আমার সহ্য করতে হবে তার উপর আবার এই টমি ! কখনোই না। আমি তো টমিকে নেবোই না।” সোহা হা করে তাকিয়ে থেকে নিজের দিকে আঙুল তাক করে অবাক স্বরে বলে
” কিহহ ! আমি বাদর ! আমি বাদর ! ঠিকাছে এবার আমিও দেখছি আপনি টমিকে ছাড়া আমাকে কি করে নিয়ে যান বাড়িতে ! আমিও দেখছি কি করে, কি করেন আপনি !” সোহা গাড়ি থেকে নেমে যেতে নিলেই শান চটজলদি গাড়ি লক করে গাড়ি স্টার্ট দেয়। সোহা দরজায় বারি দিতে দিতে চেঁচিয়ে বলে
” এই দরজার লক খুলুন ! লক খুলুন বলছি !”
শান বাকা হেসে বলে
” এবার গাড়ি থেকে নামুন আপনি। আমাকে হুমকি দিয়েছো না ! এবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকো। তোমাকে তো নিয়ে যাবোই আর তোমার এই টমিকেও রেখে যাবো আমি। এমনি এমনি পুলিশ হয়নি আমি !” সোহা তাচ্ছিল্য হেসে বলে
” হ্যা আমিও এবার দেখবো কি করেন আপনি ! আর আপনাকে কতোবার বলবো ? আপনার এই তুমি, আপনির কনফিউশন দূড় করুন ! যে কোনো একটা ডাকুন।”
শান উত্তর না দিয়ে শিষ বাজাতে বাজাতে গাড়ি চালানোতে মনযোগী হয়। সোহা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর তার কোলে টমি আড়ামে ঘুমোচ্ছে। শান ড্রাইভ করতে করতেই আড়চোখে সোহাকে দেখে বিড়বিড় করে বলে
” এভাবে ফোন দেখার কি আছে ? ফোনের ভেতর ঢুকে পড়লেই তো পারো।” সোহা ভ্রু কুঁচকে শানের দিকে তাকিয়ে বলে
” কিছু বলেছেন আপনি ?” শান সোহার দিকে তাকিয়ে বলে
” আমি কি বলবো আপনাকে ? ড্রাইভ করছি চোখে দেখছো না !” সোহা আবারও শানের তুমি, আপনির কথা শুনে ভেতরে ভেতরে বোমের মতো ফুলতে থাকে। সোহা কোনো কথা না বলেই পূর্বের মতো ফোনে ব্যস্ত হয়ে পড়ে।
কিছুক্ষণ পর খেয়াল করলো শান তাদের বাড়ির সোজা রাস্তায় না গিয়ে অন্যরাস্তা দিয়ে যাচ্ছে। সোহা কিছু বলতে চেয়েও বললো না। অনেক্ষণ পর হঠাৎ গাড়ি ব্রেক করতেই সোহার হুশ আসে। সোহা আশেপাশে তাকিয়ে দেখে লেকের পারে গাড়ি থামিয়েছে। সোহা ভ্রু কুঁচকে বলে
” এখানে গাড়ি থামিয়েছেন কেনো বলুন তো ! এই যে আপনার মাথায় উল্টোপাল্টা কোনো ধান্ধা চলছে না তো !” শান তীক্ষ্ম দৃষ্টিতে সোহার দিকে তাকায়। সোহা শানের এমন তাকানো থেকে থতমত খেয়ে যায়। শান গম্ভীর গলায় বলে
” ফুচকা খাবো তাই থামিয়েছি এখানে। ফুচকা খাওয়ার জন্য ধান্ধা করতে হয় সেটা জানতামই না আমি।” সোহা চোখ বড় বড় করে চারপাশ ভালো করে লক্ষ করে। ফুচকার দিকে একদমই খেয়াল ছিলো না তার। সোহা খুশি হয়ে শানকে কিছু না বলেই গাড়ি থেকে বেড়িয়ে গেলো কিন্তু বেরিয়েই দাঁড়িয়ে রইলো। টমি এখনও ঘুমাচ্ছে তাকে নিয়ে খেতে পারবে না আর শানের ভয়ে রেখেও যেতে পারছে না। শান বুঝতে পেরে বলে
” আমি নিজেও ফুচকাই খেতে যাচ্ছি। তোমার টমির জন্য আমি আমার ফুচকা মিস করতে পারবো না। আর টমিকে কিডন্যাপ ফিডন্যাপ করে আমার কোনো লাভ নেই। ওকে ? যা করার করো তাড়াতাড়ি। গাড়ি লক করে যেতে হবে আমাকে।” সোহা টমিকে সুন্দর করে সিটে রেখে চলে গেলো।
সোহা গিয়েই ফুচকা ওয়ালাকে বলে বেশি করে ঝাল দিয়ে তার জন্য ফুচকা দিতে আর শান কিছুক্ষণ পর আসলো। সোহা শানকে দেখে সন্দেহীবাজের মতো প্রশ্ন করে
” গাড়িটা জাস্ট লক করতেই এতোক্ষণ লাগলো আপনার ?” শান দাঁত কিড়মিড় করে সোহার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে
” তোমার সাহস তো কম না ! আমাকে সন্দেহ করার অধিকার কোথায় পেয়েছো তুমি? আমি কি করবো, কতোক্ষণ সময় নিয়ে করবো এসবের উত্তর কি তোমাকে দিতে হবে আমার ? ইম্পরট্যান্ট কল এসেছিলো তো কথা বলছিলাম। নেক্সট টাইম একদম আমাকে কোনো প্রশ্ন করবে না। মাইন্ড ইট !”
সোহা বড়সড় একটা ঢোক গিলে মাথা নাড়ালো। ফুচকাওয়ালা সোহার প্লেট দিতেই সোহা খাওয়া শুরু করে আর শান ঝাল ছাড়া খাবার দিতে বলে তার জন্য। সোহা মিটমিট করে হেসে বিড়বিড় করে বলে
” এতোবড় ছেলে হয়ে ঝাল খেতে পারেনা আবার আমাকে পুলিশগিরি দেখায় !” শান আধো কথা শুনতে পেয়ে রেগে বলে
” কি বললে তুমি ? আমি ঝাল খেতে পারি না !”
সোহা ঘনঘন মাথা নেড়ে বলে
” না, না আমি কিছু বলিনি।” শান তীক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। সোহা দূড়ে দাঁড়িয়ে খেতে থাকে।
অনেক্ষণ পর শান, সোহার ফুচকা খাওয়া শেষ হতেই দুজন গাড়ির কাছে আসে। গাড়ি আনলক করতেই সোহা গাড়ির ভেতর তাকিয়েই চেঁচিয়ে উঠে। শান বিরক্ত কন্ঠে বলে
” চেঁচাচ্ছ কেনো তুমি শুধু শুধু ?” সোহা ইতিমধ্যে কেঁদে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলে
” আমার টমি ! আমার টমি নেই গাড়িতে।” শান রাগ দেখিয়ে বলে
” মজা করার জায়গা পাচ্ছো না ? টমিকে কে নিয়ে যাবে ? তাও আবার আমি গাড়ি লক করে গিয়েছিলাম। ভালো করে খুঁজে দেখো।” সোহা, শান দুজনই টমিকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পেলো না তাকে। গাড়ির কিছুদূড়ে দাঁড়ানো ঝালমুড়ি ওয়ালাকে জিজ্ঞেস করতেই সে বললো
” একটা বাচ্চা মেয়েকে দেখেছি একটা বাচ্চা কুকুর কোলে করে নিয়ে যেতে।”
সোহার কান্না একদমই থামছে না। শানও সোহাকে কোনোভাবে থামাতে পারছে না। সোহা টমিকে ছাড়া কোথায় যাবে না বলে জানিয়ে দেয়। শান জোড় করে সোহাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে
” কান্না থামাও তোমার টমিকে খুঁজে দেবো আমি। চুপ করো এখন।”
বাড়িতে আসতেই সোহাকে পেয়ে সবাই খুশিতে মেতে উঠে কিন্তু সোহার কান্না দেখে সবই মাটি হয়ে যায়। শান সব বলতেই সবাই মিলে সোহাকে বোঝাতে থাকে কিন্তু সোহা এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে।

বিকেল পেড়িয়ে সন্ধ্যা হয়ে এখন প্রায় রাত ৯টা বাজে। কিন্তু সোহার কান্না এখন পর্যন্ত এক মিনিটের জন্য কমেনি। অনেক চেষ্টা করেও কেউ সোহার কান্না থামাতেই পারেনি। এবার শানেরও মায়া হতে লাগলো সোহার উপর। শান ভেবেছিলো কিছুক্ষণ কান্নাকাটি করে থেমে যাবে কিন্তু এই মেয়ে টমিকে না পেলে সারাজীবনই কেঁদে যাবে। শান নিজের রুম থেকে বেরিয়ে একবার সোহার রুমে চক্কর দিয়ে দেখলো সবাই এখনও সেখানেই বসে আছে। শান ধপাধপ পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেলো। কিছুক্ষণ পর হাতে গ্লাভস আর মুখে রুমাল দিয়ে বাধা অবস্থায় টমিকে কোলে নিয়ে চুপিসারে নিজের রুমে ঢুকে গেলো।

.

.

চলবে……..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে