একেবারে চলে যাচ্ছেন? হুম, কেন?
আর কখনো ফিরবেন না? হয়ত সম্ভব হবে না।
অর্ধাঙ্গে রেখে পূর্ণাঙ্গের খোঁজে? কিছুটা তেমন!
অতীতগুলো মৃত্যু বরণ হয়েছে? কিছু করার নেই!
একসাথে দেখা স্বপ্নগুলো? আলাদা দেখা হোক
তার মানে ফাইনাল? বিদায়ী সম্ভাষণ দেব
চোখদুটো ঝরণার রূপ নিয়েছে, শীলা পাথরের হৃদয়
ওকে, ভালো থাকবেন। এ’কথারই অপেক্ষমান
হ্যাঁলো, শোনোন শোনেন,, কী বলবেন বলেন।
একটা জিনিষ আছে, কী জিনিষ, কার?
দামী জিনিষ, আপনার দিয়ে দিন, ফিরব,
নেয়া যায়, দেয়া যায় না, দেখিয়ে দেন,নিয়ে নেব
আপনার দেয়া ভালোবাসা, ও তাই, আচ্ছা দেন।
হত্যা ছাড়া নেয়া অসম্ভব , সরি নিতে পারছি না।
আপনার ভালোবাসাই প্রাণ, যাই হোক।
নিয়ে যান, অন্যের চাহিদা আছে, সরি,আমি ভুল করছি
ফি আমানিল্লাহ, কোথায় যাও?
সুখি হতে, রবের কাছে। না যেতে দেবো না।
বাই! ফের আত্মহত্যা! পাগলের জীবন যাপন
আত্মহত্যা
কাজী তানভীর
ফটো কালেক্ট!