অসাধারণ দশটি বাংলা ধাঁধা উত্তর সহ – পর্ব ১

1
18591

Itঅসাধারণ দশটি বাংলা ধাঁধা উত্তর সহ – পর্ব ১


১) ‘আমি হাসাই আমি কাঁদাই,

নই আমি প্রাণি।

দেখতে এসে সবাই

ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’

উত্তর: সিনেমা বা নাটক

 

২) ‘আমাকে না পেলে

সবাই করে হায় হায়,

ইচ্ছামতো আসি যদি

দেয় আমাকে বিদায়।’

উত্তর: পানি

 

৩) ‘কোন ফলের ফুল

ফোটে কি ফোটে না,

সকালে-বিকালে কেউ তো দেখে না।’

উত্তর: ডুমুর

৪) ‘মধ্যখানে একটু পানি

চুনকাম করা ঘর।

ভেঙে গড়তে বললে

গায়ে আসে জ্বর।’

উত্তর: ডিম

৫) ‘উড়তে পেখম বীর

ময়ূর সে নয়।

মানুষ খায় গরু খায়

বাঘ সে নয়।

উত্তর: মশা

৬) ‘আমি হাসাই আমি কাঁদাই

নই আমি প্রাণি,

দেখতে এসে মোরে সদাই

ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’

– কি দেখে ব্যথা ভোলে?

উত্তর: মাতা

৭). ‘আমি যাকে মামা বলি

বাবাও বলে তাই,

ছেলেও তাকে মামা বলে

মাও বলে তাই।’

– কাকে সবাই মামা বলে?

উত্তর: চাঁদ

৮) ‘আমি যারে আনতে গেলাম,

তাকে দেখে ফিরে এলাম।

সে যখন চলে গেলো,

তখন তারে নিয়ে এলাম।’

– কী আনতে গিয়ে কী দেখলো?

উত্তর: বৃষ্টি ও পানি

৯) ‘কোন পাখির ডিম নাই,

বলো তো দেখি।

বলতে না পারলে

বুঝবো বুদ্ধি নাই ঘটে।’

উত্তর: বাদুর

১০) ‘কোন টেবিলের পায়া থাকে না, ঝুলে থাকে, ছড়ায় না।’

উত্তর: টাইম টেবিল

 

প্রিয় পাঠক আপনি যদি আমাদের গল্প পোকা এপ্সের ইউজার হয়ে থাকেন, আর আমাদের ধাঁধার ছবি যদি ভালোলেগে থাকে তা হলে আপনারা চাইলে তা আপনাদের মোবাইলে ডাউনলোড করতে পারবেন।ছবিটি ডাউনলোড করতে হলে আপনাকে যা করতে হবে ,আপনি যে ছবিটি ডাউনলোড করতে চান সে ছবিটির উপর চাপ দিয়ে ধরে রাখুন তাহলে ডাউনলোড লিখা আসবে। সে লেখার উপরে ক্লিক করুন তা হলে আপনার মোবাইলে আপনার পছন্দের ছবিটি ডাউনলোড হয়ে যাবে।

 

bangla dhadha with answers,bangla dhadha sms and answer,bangla dhadha o uttor,bangla dhadha uttor with photo,bangla dhadha image,bangla hasir dhadha,bangla kothin dhadha,bangla dhadha with answers,
Bangla dhadha,bangla quiez,  bangla dhadha book pdf, bangla dhadha download, bangla mojar dhadha sms, bangla dhadha book free download, bangla dhadha with answer, jinis ta thanda othocho fu diye khai, bangla googly question and answer, bangla dhada sms, Mojar Onko Mojar Dhadha.

বাংলা ধাঁধাঁর আসর,বাংলা ধাঁধা উত্তর সহ,১০টি মজার ধাঁধা,অসাধারণ দশটি ধাঁধা ও ধাঁধার উত্তর সহ,গ্রাম বাংলার ধাঁধা,  কঠিন ধাঁধা ও উত্তর,
গ্রাম বাংলার ধাঁধা ও উত্তর,উত্তরসহ ধাঁধা, মজার ধাঁধা, ধাঁধার উত্তর চাই, ধাঁধা বই, কঠিন ধাঁধা, ধাঁধা pdf, ধাঁধা ছবি, আসুন শিখি মজার ধাঁধা, মজার বিদেশি ধাঁধা, মজার ধাঁধা, শিশু কিশোর, সহজ ধাঁধা, গ্রাম বাংলার মজার ধাঁধা, ধাঁধাঁ এবং উত্তর, ধাঁধাঁ উত্তরসহ, ধাঁধাঁ ও তার উত্তর, মজার ধাঁধাঁ, গণিতের ধাঁধাঁ, অংকের ধাঁধা, অংকের ধাধা ও উত্তর,মজার ধাঁধা উত্তরসহ,

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে