#অর্ধাঙ্গিনী
#নুসাইবা_ইভানা
#পর্ব -১৩
‘পাস্তা খাচ্ছে দুজনে মনোযোগ দিয়ে৷ হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরলো। নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে,সামথিং সামথিং?
‘আগে শেষ করে তারপর বলছি।
‘কাটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিলো নয়না৷ জিয়ানের দিকে তাকিয়ে বলে ইট’স সো টেস্টি! রাঁধুনির রান্নার হাত ভালো৷
‘ওহহ সিরিয়াসলি! তাহলে তো চেখে দেখতে হয়৷
‘নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিলো৷
‘আসলেই সো ইয়াম্মি! রাঁধুনির রান্নার হাতে চুমু খাওয়া উচিৎ।
‘নয়না হাত বাড়িয়ে দিলো৷
‘জিয়ান নয়নার হাতে চুমু দিলো৷।
‘এই এটা কি হলো!আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন!
‘এতো নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বেবি?
‘কফি ঠান্ডা সরবত করে খাবেন?
‘নাহহ তো। আর ঠান্ডা হলেও সমস্যা নেই তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেবো।
‘নয়না হেসে বলো আপনি দারুন মজার মানুষ তো!
‘আজ পর্যন্ত কেউ বললো না এ কথা। ভাগ্যিস বিয়ে করেছিলাম। বৌ ছাড়া কেউ আপন হয়না৷
‘নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে,দেখে যাননা আর কয়েকটা দিন।
‘জিয়ান নয়নার কাছে ঘেঁষে বলে,প্রেমে পরে গেছো?
‘প্রেমে পরে গেছি মানে!প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি। আরেহহ বুদ্বু আপনাকে নিয়ে সাজেক যেতাম।
‘জিয়ান নয়নার আরো কাছে ঘেঁষে বলে,বাহহ সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান৷
‘নয়না উঠে দাঁড়ালো। ট্রেসিং টেবিলের টুলের উপর দাঁড়িয়ে বলে,আপনার সমস্যা কি!সব কথার ডাবল মিনিং বের করেন! আপনি যে কদিন থাকবেন ততদিন হ্যাসবেন্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টোপাল্টা ইচ্ছে পূরন করে ফেলতে পারতাম।
‘জিয়ান নয়নার কোমড় ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে,বাহহ বাচ্চা মেয়েটা সব বোঝে দেখছি৷ তা তোমার মনের উল্টোল্টা ইচ্ছেটা কি?
‘আগে ছাড়ুন আমাকে তারপর বলছি৷
‘উঁহু ছাড়বো না৷
‘জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য জোড়াজুড়ি করতে করতে ঠাসসস করে বেডের উপর পরলো দুজনে৷ নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে৷
‘জিয়ান নয়ান চোখে ফুউউ দিয়ে বলে,বার্বিডল।
‘নয়না চোখে মেলে তাকিয়ে বলে,আমার কোমড় ঠিক আছে? ভালো ভাবে তাকিয়ে দেখে জিয়ান তার নিচে সে জিয়ানের উপরে৷ জিয়ানের এক হাত তার কোমড়ে৷
‘আমার উপর কাঁঠাল ভেঙ্গে খেলে কোমড় ভাঙ্গবে কি করে?
‘নয়না লাফ দিয়ে উঠে বলে,কি করলেন এটা? আপনার কাজই সব অকাজ করা!
‘অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে কি করলাম?
‘আপনার জন্য সব কফি বেডে পরেছে। আম্মু আমাকে বকবে তো৷
‘জিয়ান উঠে বসে বলে,এই ছাড়ো তো এসব আসো গল্প করি৷ তোমার সাথে থাকা এই চারটা দিন মিস করবো মনে হচ্ছে।
‘ছাড়বো মানে তাড়াতাড়ি বাইশ’শো টাকা দিন।
‘দিয়ে দেবো যাওয়ার আগে৷
‘মনে থাকে জেনো। আর আপনি করবেন আমাকে মিস!মিস্টার প্লেন ড্রাইভার আপনার এরোপ্লেনের এয়ারহোস্টসরা আছে না। তাদের দেখলে দিন দুনিয়ায় সব ভুলে যাবেন।
‘বাদ দাও তো সেসব কথা তুমি বরং তোমার কথা বলো,
তোমার কোন পছন্দের মানুষ নেই। আই মিন প্রেমিক নেই?
‘প্রেম আর আমি! সেই ক্লাস প্লে থেকে ছায়ার মত আম্মু আমার পেছনে পেছনে। ইনফেক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মু সাথে যেতো৷ একটা ছেলে ফ্রেন্ড নেই আর প্রেমিক তো বহুত দূরের কথা!
‘সিরিয়াসলি একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে?
‘এই যে প্লেন ড্রাইভার কাটা ঘায়ে নুনের ছিটা দিবেন না।
আমি যদি বলি ফুচকা খাবো। আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাবো। বাহিরে একটু দরকার ছিলো আম্মু।
ঠিক আছে আমার সাথে নিয়ে যাবো। এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি? বেশিরভাগ মানুষ জানবেনা। জানা তো দূর চেনেও না।এলাকার দোকানেও কখনো যাইনি৷ যাইনি মিন যাওয়ার অনুমতি পাইনি। তবে জানেন একবার কি করেছি?
‘ক্লাস এইটে থাকতে নিতেন আর সামন্থার অ আ মুভি দেখে ভাবলাম আমি আর বেঁচে কি করবো! আমার আম্মুও আমার সাথে এমনই করবে।তারচেয়ে সুই’সাইড করে ফেলি।
‘লাইক সিরিয়াসলি! তার মানে আগে থেকেই তোমার স্ক্রু ঢিলা?
‘এই মিস্টার প্লেন ড্রাইভার আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদুরে পাখির যন্ত্রনা।
‘তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে? বন্দি খাঁচার আদুরে পাখি।
‘তারপর এই সুন্দর ওয়াশরুমের বাথটবে শুয়ে ফল কটার ছুড়ি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দেই৷ যখন জ্ঞান ফিরলো ভাবলাম মরে ভূত হয়ে গেছি মেবি। কিন্তু নাহহ চোখ খুলেই দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে৷
‘তুমি কি পাগল?
‘আরেহহহ ড্রাইভার কিয়া বাত হ্যা একদম ঠিক কথা আমি আসলেই পাগল। জানেননা পাগল ছাড়া দুনিয়ার চলে না৷
‘আমার দুনিয়া চলে যাবে।
‘,কাভি নেহি মনে রেখো বালক তোমাকে ফিরে আমার কাছেই আসতে হবে। তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারো না না না।
‘ওয়াও ইউর এক্টিং স্কিল রিয়েলি নাইস৷ তা অভিনয়ে কবে যোগ দিচ্ছ?
‘হবে না হবে না ওসব অভিনয় টবিনয় আমাকে দ্বারা হবে না৷ কেউ আমার শরীরে টাচ করবে! আমি তো তাকে খু’ন করে ফেলবো৷
‘আমাকে বাঁচিয়ে রেখেছো কেন?
‘ওই মিস্টার প্লেন ড্রাইভার বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য।
‘কাল চলে যাবো তারপর কি করবা।
‘নাচবো ধুম তা না না ধুম তানা নানা।
‘এই একটু আগে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছো।
‘ওটা তো অভিনয় ছিলো৷ আচ্ছা কাল আপনাকে এগিয়ে দিতে যাবো।
‘আমার সাথে আর এগোতে হবে না।। যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেয়া ভালো।
‘শুনেন কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই৷ কঠিন কথা মনে দাগ কাটে৷ যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না৷
‘ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার।
‘যা আমি মনে রাখতে চাই তা ভুলি না। আপনার রেখে যাওয়া সিম ফেরত নিবেন কবে?
‘সব কিছু ফেরত নিতে নেই কিছু জিনিস অফেরতযোগ্য।
‘ঠিক আপনার দেয়া আঘাতের মত?
‘তোমার বয়স আরেকটু বেশি হলে মন্দ হতো না।
‘তখন কি আপনি আমার আঁচলে বাঁধা পরতেন?
“আঁচলে কি বাঁধা যায় মানুষ?
‘মানুষ তো বাঁধা লাগে না, মন বাঁধতে পারলে মানুষ এমনেই বিনি সুতোয় বাঁধা পরে।
‘হাত বাঁধা যায়, পা বাঁধা যায় মন বাঁধা যায় তা তো শুনিনি!
‘শুনবেন কি করে? ওসব শোনার জিনিস না অনুভব করার জিনিস।
‘মাঝে মাঝে বড্ড পাঁকা পাঁকা কথা বলো তুমি!
‘আঁচল দিলাম বিছাইয়া বইসা লওনা জিরাইয়া। যদি তোমার চায় মনে, পরান রাইখো পরানে।
‘মিষ্টি কণ্ঠ তো তোমার?
‘আপনি কি চেকে দেখেছেন?
‘হুম মাত্রই টেস্ট করলাম।
‘আপনার ফোন নাম্বার দিবেন না?
‘নাম্বার লাগবে?
‘দিলে মন্দ হতো না। মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে ক্ষ্যাপানো যেতো।
‘তুমি বলছো আজ! মনে হচ্ছে আমার প্রেমে পরে গেছো?হয় হয় সুদর্শন যুবক দেখলে প্রেম হয়েই যায় ।
‘আপনি আর সুদর্শন? রানবীর কাপুরের মত ফর্সা আর সালমান খানের মত বডি বানালেই কেউ সুদর্শন হয়ে যায় না৷
‘সুদর্শন হতে আর কি কি লাগে?
‘এখন আমার বলার মুড নেই অন্য কোনদিন বলবো।
‘একটা গান শোনাও।
‘গান শোনালে কি দেবেন?
‘আসার সময় তোমার পছন্দের স্টবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসবো এক ডজন।
‘আরেহহ বাহহহ এক্ষুনি শোনাচ্ছি। কিন্তু আমাদের তো দেখা হবে না আর তাহলে কিভাবে দেবেন?
‘কুরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও৷
“ আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস–
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস ।
যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো ”
‘তুমি কি আমার বিরহিণী?
‘জানিনা মন চাইলো তাই এটা গাইলাম।
চলে যাওয়ার মূহুর্তে এতো মিষ্টি সুর শোনানো ঠিক না, কারন তা হৃদয়ে দাগ কাটে।
‘আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন!
#চলবে