অপেক্ষা

0
1138

সে এখনও কল্পনায় আছে,
দেখা দিবে কবে সেই জানে!
আমি সাধারণ মানুষ,
তাই রয়েছি অপেক্ষার মোহে।

বারংবার কেন বন্ধু বলে
ধৈর্য্যের একটা সীমা থাকে,
বন্ধুর মান রাখতে গিয়ে,
হতাশা আমায় বেঁধে পেলে!

অবশেষে মিলিল অপেক্ষার প্রহর!
ওরে দিনগোনা পাগল মানব
সামনে আসিবে তুমার দিন,
অপেক্ষা নয় সেদিন।

কেঁদে পাবে না বর্তমান!
কর্ম দিবে তুমায় সম্মান,
যোগ্য হবে সমাজে-
মেয়ের বাপ আসবে তুমারসনে
~রাকিবুল হাসান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে