অনুভূতিটা তোমায় ঘিরে পর্ব-০৮

0
839

#অনুভূতিটা_তোমায়_ঘিরে🌺🥀
#সাদিয়া_জাহান_উম্মি❤️🥀
#পার্টঃ০৮💜🥀
আজ আফ্রিদের আসতে দেরি হবে।সেই নদীর পাড় থেকে আসার পর আফ্রিদ ইয়াসিবাকে বাসায় পৌছে দিয়ে আবারো হাস্পাতালে চলে যায় জরুরী কাজ পরে গেছে।আজ আফ্রিদের মনটা বড্ড অস্থির হয়ে আছে বুজতে পারছি কিন্তু কি কারনে ঠিক বুজতে পারছে না ইয়াসিবা।তবে ইয়াসিবা ভেবে রেখেছে আজ সে আফ্রিদকে নিজের মনের কথাগুলো আবারো বলবে।আজকের রাতটা তার আর আফ্রিদের জন্যে ভালোবাসাময় করে তুলবে।যেই ভাবা সেই কাজ ইয়াসিবা নিজের বিয়ের শাড়িটা আবারো পড়লো।ইয়াসিবা’র বিয়ের শাড়ী কিন্তু সবার মতো লাল বা খয়েড়ী নয়।সেদিন আফ্রিদ তাকে সাদা কাতান শাড়ী দিয়েছিলো এটা ওরা যখন একে-অপরকে ভালোবাসতো তখন থেকেই আফ্রিদ বলতো ‘ইয়াসিবা আমি তোমাকে বিয়ের দিন শুভ্রতার প্রতিক সাদা শাড়ীতে রাঙ্গাবো।আমাদের বাসর ঘর টাও হবে সাদাময়।’ বিয়ের রাতটা তো আর পাচঁটা বাসর রাতের মতো হয়নি।তবে আজকের রাতটা ও স্পেশাল করে তুলবে।সুন্দর করে সাজলো। ঘরটা পুরো সাদা দিয়ে রূপান্তর করে তুললো ইয়াসিবা।সাদা রং শুদ্ধতা ও সততার প্রতীক। একে অপরের প্রতি স্বচ্ছতা বোঝাতে কিংবা নতুন সূচনার সঙ্গে যুক্ত করা হয় এই রঙ্গ। আর ইয়াসিবা আর আফ্রিদ তো তাদের ভালোবাসার সংসারটার সূচনা করতে চাইছে আবারো।সাদা ফেইরীলাইট গুলো যেন ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে।চারিদিকে একবার নজর বুলিয়ে নিলো ইয়াসিবা একদম পার্ফেক্ট! আফ্রিদ কতোটা খুশি হবে তার মনের মতো আজ সব কিছু সাজিয়েছে ইয়াসিবা।মাথায় একটা লাল উড়না দিয়ে ঘোমটা দিয়ে বসলো আফ্রিদের আসার সময় প্রাই হয়ে এসেছে।
—————–
কাজ শেষে জলদি ফিরে আসে বাড়িতে আফ্রিদ।কেন যেন তার ইয়াসিবাকে ছাড়া একমুহূর্তও থাকতে ইচ্ছে করে নাহ।কেন যেন মন চায় মেয়েটা একেবারে বুকের মাঝে ঝাপটে ধরে রাখতে যাতে কেউ তাকে ইয়াসিবা থেকে আলাদা করতে না পারে।বাড়িতে এসেই ডায়নিং এ ইয়াসিবা না দেখে ভ্রু-কুচকে ফেলে আফ্রিদ।কোথায় গেলো মেয়েটা?প্রতিদিন তো এখানেই অপেক্ষা করে তার জন্যে।ইয়াসিবাকে আশেপাশে না দেখতে পেয়ে একজন সার্ভেন্ট কে ডাক দেয় আফ্রিদ।সে এগিয়ে এসে বলে,
–” জ্বি বলুন ছোট স্যার।”
–” তোমাদের ম্যাম কোথায়?”
বিনিময়ে একটা চিরকুট এগিয়ে দেয় লোকটি আফ্রিদের দিকে।কিছুক্ষন চিরকুট টার দিকে তাকিয়ে থেকে আফ্রিদ সার্ভেন্টকে চলে যেতে বললো।তারপর চিরকুটটা খুলে দেখে সেখানে গোটাগোটা অক্ষরে বেশ সুন্দর করে লিখা;
‘ খাবারটা খেয়ে উপরে আসবেন তার আগে নয়;
নিচের গেস্টরুম থেকে হাত মুখ ধুয়ে তারপর খেয়ে দেয়ে আসেন।”
আফ্রিদ চিরকুটটা পড়ে কতোক্ষন আশেপাশে তাকালো।তার বউ করতে চাইছেটা কি? কে জানে?
আফ্রিদ ওতো না ভেবে গেস্টরুম থেকে হাত-মুখ ধুয়ে ডিনার করে নিলো।তারপর উপরে নিজের রুমের দিকে অগ্রসর হলো।
তবে দরজায় আর একটা চিরকুট আটকানো।
আফ্রিদ সেটা দরজা থেকে খুলে নিয়ে পড়লো সেটা।লিখা আছে,
‘ আমার হৃদয়হরণকারী আমার স্বপ্নপুরুষ আজ যে এখন আমার স্বামি।সে-কি জানে তার প্রিয়তমা তার জন্যে অধীর আগ্রহে বসে আছে?সে-কি জানে আজ তার প্রেয়সী তার শতোদিনের ইচ্ছে পূরন করতে চলেছে, আজ যে সে নিজেকে শুভ্রতা ঘেরা মোড়াকে মুড়িয়েছে নিজেকে।সে অপেক্ষায় আছে তার স্বামির আদুড়ে আলিঙ্গেনের জন্যে।
ইতি,
আপনার লাজুকতা।’
আফ্রিদ চিরকুটটা পড়তেই তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠলো।তার মানে তার বউটা তার জন্যেই অপেক্ষা করছে।তার মনে আছে আফ্রিদ তাকে বলেছিলো,শুভ্রতার প্রতিক সাদা দিয়ে তাদের ভালোবাসার প্রাপ্তির সূচনা হবে।আচ্ছা তার প্রিয়তমা তো আজ তার জন্যে সেজেছে তাকে কেমন লাগছে দেখতে?নিশ্চয়ই আফ্রিদ তাকে দেখলে নিজের নিশ্বাস নিতে ভূলে যাবে।ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে থাকবে তার লাজুকলতার মুখের দিকে।নাহ! আর তর সইছে না আফ্রিদ জলদি রুমের দরজাটা খুলে ভীতরে প্রবেশ করলো।অবাক হয়ে তাকালো সে যা ভেবেছিলো তার থেকেও অভাবনীয় লাগছে চারপাশ দেখতে,ব্যালকনির কাচ পুরোটা খোলা সেখানে সাদা পাতলা পর্দা যা বাতাসে উরছে,পুরো রুম জুড়ে ফেইরি লাইট আর সেগুলোর সাথে তাদের একেকমুহূর্তের ভালোবাসাময় স্মৃতি।আর্টিফিসিয়াল সাদা ফুল দিয়ে রুমটা সাজিয়েছে,ফুল আর ফেইরীলাইটে ভরা। বিছানার দিকে নজর যায় আফ্রিদের তার চারপাশ যেন স্থির হয়ে আছে,এ যে তার প্রিয়তমা সাদা শাড়ীতে নিজেকে সাজিয়েছে মাথায় লাল উড়না দিয়ে ঘোমটা দেওয়া বিধায় মুখ দেখা যাচ্ছে না,পায়ে রক্ত লাল আলতা দিয়ে রাঙ্গানো।সেখানেই থম মেরে দাঁড়িয়ে থাকলো আফ্রিদ।

ইয়াসিব মুখ তুলে তাকালো উড়নার অপাশ থেকে দেখা যাচ্ছে আফ্রিদ এক জায়গায়ই থম মেরে দাঁড়িয়ে আছে।মুচকি হাসলো ইয়াসিবা সে জানে আফ্রিদ অবাক হয়েই থম মেরে আছে।আস্তে করে বিছানা থেকে নেমে দাঁড়ায় ধীর পায়ে আফ্রিদের দিকে এগিয়ে আসলো। আলতো করে আফ্রিদের হাত ছুঁয়ে দিলো ইয়াসিবা।ধীরে বললো,
–” আমি সেজেছি আপনার মনের মতো!এইবার আপনিও গিয়ে নিজেকে আমার মনের মতো করে সাজিয়ে আনুন।”
আফ্রিদ আস্তে করে বলে উঠে,
–” আমার যে এখন আমার লাজুকতার মুখটা দেখার জন্যে আমার মনটা আনচান করছে।”
–” সেটা তো এখন হবে নাহ আগে আমার আবদার পূরন করতে হবে।” ইয়াসিবার কথায় আফ্রিদ হালকা হেসে বললো,
–” তবে মহারাণীর কথাই শীরধার্য হোক।”
ইয়াসিবা মিষ্টি একটা হাসি দিলো।
আফ্রিদ বিছানার উপর থেকে পোষাক নিয়ে ওয়াসরুমে গিয়ে পড়ে আসলো।ইয়াসিবা তাকিয়েই রইলো আফ্রিদের দিকে,কতোটা ভাগ্যবতী সে যে আফ্রিদকে নিজের স্বামি রূপে পেয়েছে।
এই মানুষটার জন্যে তো ইয়াসিবা হাসি হাসি মুখে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে।
এই যে লোকটার মুখে কি সুন্দর চমৎকার হাসি, সাদা পাঞ্জবি,পাজামা পড়ায় কতোটা স্নিগ্ধ দেখাচ্ছে এই যে এই রূপে তাকে দেখে ইয়াসিবার যে হৃদস্পন্দন বেড়ে গেছে, হাত-পা মৃদ্যু কাঁপছে, লোকটার চাহনী ভয়ানক যা ইয়াসিবা নিতে পারে নাহ,লজ্জায় পুরো শরীর তার নেতিয়ে আসে।
জোড়েজোড়ে শ্বাস নিয়ে ইয়াসিবা আফ্রিদকে পাস কাটিয়ে চলে গেলো।
বারান্দার রেলিং ধরে বুকে হাত দিয়ে চোখ বুজে রইলো সে।এইমুহূর্তে আফ্রিদের কাছে সে কিভাবে যাবে?লোকটার চোখের চাহনীতেই তো সে অর্ধেক শেষ,লোকটা ছুঁয়ে দিলে সে কিভাবে সইবে।নিশ্চয়ই সে শ্বাস আটকে মারা যাবে।
———
ইয়াসিবাকে বারান্দায় যেতে দেখে নিশব্দে হাসলো আফ্রিদ নিশ্চয়ই তার লাজুকতা লজ্জা নিরারণ করতেই ওখানে গিয়েছে।
আফ্রিদ ঠোঁটে বাকা হাসি ফুটিয়ে তুলে ইয়াসিবা পিছনে শব্দহীন পায়ে দাড়ালো।
আফ্রিদ জানে ইয়াসিবা বুজে গিয়েছে যে আফ্রিদ তার পিছনে এসে দাড়িয়েছে তাও সে তাকাবে নাহ কারন তার প্রেয়সীর যে বড্ড লজ্জা।আর সেই লজ্জারাঙ্গা মুখটা দেখার জন্যেই তো আফ্রিদ পাগলপ্রায়।
আফ্রিদ মোহময় গলায় বললো,
–” আমার কি সৌভাগ্য হবে না নিজের প্রিয়তমার লজ্জা লাল হয়ে যাওয়া মুখটা দেখার?”
আফ্রিদ তাকে পিছন থেকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ফেললো।
ইয়াসিবা কেঁপে উঠলো আফ্রিদের ছোঁয়ায়।
সে দ্রুত আফ্রিদের থেকে সরে এসে রুমে চলে যেতে চাইতেই আফ্রিদ তার হাত ধরে ফেললো।
বললো,
–” পালাও কেন লাজুকতা আর আমাকে কষ্ট দিও না নিজের মুখশ্রী একটু দেখাও।”
–” আপনার এই ঘোরলাগা কন্ঠে আমাকে এইসব বলবেন না প্লিজ!বুকের মাজে হৃদপিন্ডটা এতো জোড়ে কেঁপে উঠে যে বোধহয় সেটা বেড়িয়ে আসবে আমার বুকচিড়ে।”
আফ্রিদ হেচঁকা টানে ইয়াসিবা নিজের কাছে নিয়ে আসলো।
ইয়াসিবা নিচের দিক তাকিয়ে।
আফ্রিদের সেই মাদকতাময় চাহনী সে নিতে পারবে না।
–” এতো লজ্জা?”
ইয়াসিবা চুপ!
–” আচ্ছা বেশ! এখন আমি আমার লাজুকলতাকে দেখবো।”
বলেই আফ্রিদ আলতো হাতে ইয়াসিবা’র ঘোমটা ফেলে দিলো।
শ্বাস আটকে দাঁড়িয়ে রইলো সে।
অতি ভয়ানক! অত্যন্ত ভয়ানক!ইয়াসিবাকে এই রূপে দেখে আফ্রিদের সব যেন অচঁল হয়ে আসছে।
চুলগুলো খোপা করা যেখানে সাদা গোলাপ গেধে আছে,চেহারায় কোন মেক-আপ নেই শুধু চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপ্সটিক এতেই যেন তার লাজুকতার রূপ উপছে পড়ছে।
আফ্রিদের কোন সাড়া না পেয়ে ইয়াসিবা তাকায় তার দিকে।
লোকটা তার দিকে তাকিয়ে, চোখে মুখে তার মুগ্ধতা।
তবে কি সে তার মন মতো করে নিজেকে সাজাতে পেরেছে?
আফ্রিদ নিজের হাতটা দিয়ে ইয়াসিবা গাল ছুঁয়ে দিলো।
এই জাদুময় স্পর্শে ইয়াসিবার হৃদয় ভালোলাগায় ছেয়ে গেলো।
ইয়াসিবা দ্রুত আফ্রিদের বুকে ঝাপিয়ে পড়লো।
মুখ লুকালো আফ্রিদের বুকে।
আফ্রিদ ও ইয়াসিবাকে জড়িয়ে ধরে ওর কানের কাছে এসে ফিসফিস করে বললো,
–” লাজুকলতা তুমি লজ্জা পেতে থাকো;
আজ আমি তোমাকে আদড়ে,সোহাগে
তোমার লজ্জা ভাঙ্গাবো।’
ইয়াসিবা পিঠ খামছে ধরলো আফ্রিদের লোকটার প্রতিটা কথা কাঁপন ধরিয়ে দেওয়ার মতো।
আফ্রিদ ইয়াসিবা কোলে তুলে নিলো।
ধীর পায়ে রুমে গিয়ে বিছানায় নিয়ে সুইয়ে দিলো।
ইয়াসিবা অন্য দিকে মুখ ঘুরিয়ে নিয়ে চোখ বুজে রইলো।
আফ্রিদ আস্তে করে নিজের ভর ইয়াসিবার উপরে ছেড়ে দিলো।
ইয়াসিবার মুখটা নিজের দিকে ঘুরিয়ে তাকিয়ে রইলো অনেক্ষন।
এই কাপা কাপা ঠোঁট দুটো দেখে আর অপেক্ষা করলো না আফ্রিদ।
প্রিয়তমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলো।
ইয়াসিবা বিছানার চাদর খামছে ধরলো।
আফ্রিদের হাত ব্যস্ত ইয়াসিবার পেতে বিচড়ণ করতে।
আজ আর কোন বাধা নেই।
দুজন মানুষের মাজে সকল বাধ্যবাধকতা দূর হয়ে যাবে আজ রাতে।
মনের মিল তো সেই কবেই হয়েছিলো।
আজ নাহয় দুটো দেহের মিলন ঘটলো।
ভালোবাসার এক অন্যে রাজ্যে পাড়ি দিলো।
#চলবে,,,,,,,,,,
ভূলত্রুটি ক্ষমা করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে