অনুপ্রেরণা

0
1009

অনুপ্রেরণা
আশা

আজও মনে পড়ে সে কথা,
পড়তে বসে হঠাৎ করেই লিখে ফেলেছিলাম দুটি কবিতা।
দুটিতেই শুরু,দুটিতেই শেষ ছিল তখন,
কত হাসতাম, দেখে নিজের লেখা ঐ কবিতার চরণ।
এরপর বহুদিন হয়নি আর লেখা,
হঠাৎ আবার একদিন জাগে ছন্দ গড়ার ইচ্ছা।
প্রায় সময়ই লিখতাম কবিতা আমার ডায়েরির পাতায়,
তখন থেকেই কবিতা লেখা আমার প্রিয় শখ হয়।
নিজের অগোছালো লেখাগুলো ছিল শুধু ডায়েরির পাতায় সীমাবদ্ধ,
বলেছিলাম শুধু বুবু কে,’বুবু আমি লিখেছি কয়েকটি পদ্য।’
বু্ুবু পড়ে বলে-
‘বাহ! তুই তো খুব সুন্দর কবিতা লিখিস!
তবে প্রকাশ কেন নাহি করিস?’
আমার এই এলোমেলো কাব্য লেখার সে হল প্রথম অনুপ্রেরণা,
অনুপ্রেরণার তালিকায় আরো যুক্ত হলো আমার প্রিয় বন্ধুরা।
ডায়েরিতে একদিন দেখে ফেলে তারা আমার কবিতা,
অবাক হয়ে বলে-
‘তুই এত ভালো কবিতা লিখিস? আমাদের বললি না?
লেখালেখি চালিয়ে যাবি,
করবিনা কোনো হেলা।’
আমি অবাক হয়ে যাই,
এদের এত অনুপ্রেরণা দেখে,
এদের অনুপ্রেরণা পেয়ে,আমার কলমের খোঁচাটা যেন আরো মজবুত হয় যে।
ভালোবেসে উপহার দিয়েছি কয়েক জনকে,
আমার অগোছালো কবিতা।
বিনিময়ে পেয়েছি তাদের আনন্দের হাসি,
ঐ হাসিই আমার লেখার অনুপ্রেরণা।
অনুপ্রেরণা দিচ্ছে শ্রদ্ধেয় শাফায়েত রায়হান ভাইয়া,
আরো দিচ্ছে আমার আদরের ছোট্ট বোনটা।
এখন আবার অনুপ্রাণিত করছে বেশ কিছু পাঠক,
সবার জন্য ভালোবাসা রইল শত শতক।
আমি জানি,
কাঁচা হাতের কতটা অগোছালো আমার লেখা।
তবুও বলবো,এতটুকুই লিখতে পারছি আমি পেয়ে এদের অনুপ্রেরণা।
আমার এই লেখালেখিতে এদের অনেক অবদান আর আবদার।
সাফল্য অর্জনে অনুপ্রেরণা হোক সবচেয়ে বড় হাতিয়ার।

তারিখঃ ২৪-০৩-২০২০ইং

বিঃদ্রঃ-আমার এই অগোছালো লেখায়,আমাকে অনুপ্রেরণাদান কারীদের প্রতি উৎসর্গ করে কবিতাটি লেখা।এদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে