অনপেখিত পর্ব-১৫

0
1729

#অনপেখিত
#পর্ব_১৫
লিখা: Sidratul Muntaz

পূর্বিতার কাছে পুরো ঘটনা শোনার পর ওয়াসীম ফারদিনকে বুঝানোর জন্য তার ঘরে গেল। আর আনজীর গেল সুজির কাছে৷ সুজি তখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আনজীর ওর হাত চেপে ধরে বলল,” দাঁড়া, কথা শুনে যা।”
সুজির কঠিন গলা,” সামনে থেকে সর আনজু।”
” তুই ফারদিনের উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস? মানে সিরিয়াসলি? ও তো একটা ডিজাস্টার। কখন কি মর্জি হয় কোনো ঠিক নেই। রাগের মাথায় ও মানুষ খুন করলেও অবাক হবো না। আর তুই ওর কথা ধরছিস? তুই ওকে চিনিস না?”
” এতোদিন চিনতাম না। আজকে চিনতে পেরেছি। সেজন্যই তো চলে যাচ্ছি।”
সুজি আর কথা বাড়ালো না। হাতের ব্যাগ চেপে ধরে হাঁটতে লাগল। আনজীর পকেটে দুইহাত গুঁজে সুজির পেছন পেছন চলল। উঠান পেরিয়ে ওরা যখন সরু রাস্তাটি ধরে হাঁটছিল তখন সুজি হঠাৎ বলল,” তোর প্রবলেম কি? আমার পেছন পেছন আসবি না। যা এখান থেকে। ”
” তুইও চল।”
সুজি ক্রুর দৃষ্টিতে তাকাল,
” দ্যাখ, মাথাগরম করবি না। লাথি খাবি।”
” লাথি মেরে দেখা।”
সুজি রাগের মাথায় নিচ থেকে একটা পাথর তুলে আনজীরের গাঁয়ে ছুঁড়ে মারল। আনজীর নিচু হয়ে সরে গেল। পাথর তার গাঁয়ে লাগল না। সুজি আরও একটা পাথর কুড়িয়ে ঢিল মারল। আনজীর এইবারও সরে গেল। পরপর দুইবার সুজিকে হারিয়ে আনজীরের মুখে বিজয়ের হাসি৷ হাত তালি দিয়ে বলল,
” আরও একবার ট্রাই করবি নাকি?”
সুজি ক্রোধে কাঁদতে শুরু করল। আনজীর হতবাক। মশকরা বাদ দিয়ে সিরিয়াস হলো এবার। সুজির কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল,” সুজিতা, এই বোকা। কাঁদছিস কেন? বল আমাকে কি হয়েছে?”
সুজিতা ছলছল দৃষ্টি নিয়ে আনজীরের দিকে তাকালো। ব্যথাতুর কণ্ঠে বলল,” ফারদিন আমাকে এই কথা কিভাবে বলতে পারলো দোস্ত? আমি মেহেককে জেলাস করে ওর নামে মিথ্যে বলেছি? আমার মনে নোংরা? ও আমাকে এতোটা জঘন্য ভাবে?”
আনজীর ওর চোখের পানি মুছে ভরসা দেওয়ার মতো বলল,” কিছু হবে না। ফারদিন ওর ভুল বুঝতে পারলে ঠিকই তোর কাছে এসে ক্ষমা চাইবে দেখিস। সব ঠিক হয়ে যাবে। মনে কষ্ট নিস না। আরেকটা কথা, লম্বা চুলের থেকে ছোট চুলেই কিন্তু তোকে বেশি ভালো লাগে। একেবারে কেটি পেরির মতো।”
” কার মতো?”
আনজীর হেসে বলল,” কেটি পেরি।”
এইবার সুজিও হেসে ফেলল। আনজীর সুজির হাত ধরে বলল,” ভেতর চল দোস্ত। আবার বৃষ্টি নামতে পারে।”
” সম্ভব নারে। ফারদিনের ওই কথা আমি যতক্ষণ ভুলতে না পারবো ততক্ষণ আমি এই বাড়িতে ঢুকতে পারবো না।”
” প্লিজ ভুলে যাতো। ও একটা ইডিয়েট। নাহলে বাগানবাড়ি কেনার জন্য কেউ বিয়ে করে?”
” ইডিয়েট হোক আর যাই হোক। ও আমাকে বলেছে আমি নাকি ওকে ডিজার্ভই করি না। আমার পেটে হিংসা। এসব কথা ও কিভাবে বলতে পারলো? যদি সত্যি আমার এতো হিংসা থাকতো তাহলে ওকে ওর বউয়ের সঙ্গে আমি এতো সহজে মেনে নিতাম? আমার জায়গায় অন্যকোনো মেয়ে হলে কি এসব সহ্য করতো? প্রথমদিনই ওকে জুতার বারি লাগানো উচিৎ ছিল আমার।”
” সুজিতা শোন, আজকে তোকে আমি একটা কথা বলে রাখছি। এই কথা আগেও একবার বলেছিলাম। আবারও রিপিট করছি, ফারদিন তোকে জীবনেও ভালোবাসেনি। এজ এ বিউটিফুল গার্ল, হি লাইকস ইউ। কিন্তু ভালোবাসা অসম্ভব। যদি ও সত্যিই তোকে ভালোবাসতো তাহলে প্রপোজ করার জন্য এতো সময় নিতো না। ও তোর ব্যাপারে কনফিউজড ছিল। ভালোবাসা এতো কনফিউশন নিয়ে হয় না। লভ ইজ অলওয়েজ পিউর। ভালোবাসি মানে শুধুই ভালোবাসি। এর মধ্যে কোনো কিন্তু থাকতে পারে না। আর সবচেয়ে বড় কথা, যদি ও তোকেই ভালোবাসতো তাহলে বিয়েটা কোনোদিন করতে পারতো না।”
” একজাক্টলি। আমিও এটাই ভেবেছি জানিস? ও কিভাবে এই বিয়েটা করতে পারল? আমি হলে কি পারতাম? বিয়ের সময় ওর কি একবারও আমার কথা মনে পড়েনি?”
সুজির চোখ থেকে অশ্রুধারা নামলো। আনজীর বলল,” আবার কান্না শুরু! আচ্ছা তোরা মেয়েরা কি কান্না ছাড়া অন্যকিছু বুঝিস না?”
আনজীর পকেট থেকে রুমাল বের করে সুজির চোখ মুছে দিতে লাগল যত্নের সাথে। সুজি নিষ্পলক তাকিয়ে রইল আনজীরের দিকে। ওই গভীর চোখ দু’টির দিকে চেয়ে থাকতে থাকতে সুজি হারিয়ে গেল আজ থেকে প্রায় দেড়বছর আগের সময়ে। সেদিন ছিল শ্রাবণ মাস। এমনই বৃষ্টি-বাদলার দিনে ম্যাপল গাছের নিচে দাঁড়িয়ে আনজীর তাকে প্রপোজ করেছিল৷ সেই দিনটি খুবই অস্বস্তিপূর্ণ আর অবিস্মরণীয় ছিল সুজির জন্য। আনজীরের সাথে তখন তার আড়াই বছরের ফ্রেন্ডশীপ। যাকে সবসময় ভাইয়ের মতো দেখে এসেছে তার কাছ থেকে হঠাৎ প্রপোজ্যাল পাওয়া যে কত অস্বস্তিকর ঘটনা, যার সাথে হয়েছে সেই কেবল বুঝবে। সুজি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল আনজীরকে, সে কখনও তাকে বয়ফ্রেন্ড বানাতে পারবে না। সে ফারদিনকে পছন্দ করে। রিজেকশনের পর আনজীর এই ব্যাপারে সুজিকে আর কোনোদিন বিরক্ত করেনি। কিন্তু সবসময় সুজিকে আগলে রেখেছে। প্রকৃত বন্ধুর মতো সুজির বিপদে সবার আগে ছুটে এসেছে। ভালোবাসার দাবী করেনি। কিন্তু ভালোবেসে দায়িত্ব ঠিকই পালন করেছে। তাদের এই ব্যাপারটা বন্ধুমহলের কাছে গোপন। কেউ আজও কিছু জানে না।
সুজি হঠাৎ বলল,” একটা কথা বলবো আনজু?”
” হুম বল।”
” দেড়বছর আগে তুই আমাকে প্রপোজ করেছিলি। মনে আছে?”
আনজীরের চোখেমুখে এক মুহূর্তের জন্য অপ্রস্তুত ভাব ফুটে উঠলো। হাসার চেষ্টা করে বলল,” মনে থাকবে না কেন?”
” তোর সেই অনুভূতি কি এখনও আগের মতো আছে নাকি ভুলে গেছিস?”
আনজীর চোখ ছোট করে খুব বিজ্ঞ বিজ্ঞ ভাব নিয়ে বলল,” ভুলে যাওয়া এতো সহজ না। কিন্তু মানিয়ে নিয়েছি।”
” আচ্ছা ধর আমি তোর প্রপোজ এক্সেপ্ট করে ফেললাম। তাহলে কি করবি?”
আনজীর দাঁত বের করে কয়েক সেকেন্ড হাসলো। বোকা বোকা হাসি। সুজি বলল,” কি হলো বল?”
” জানি না কি করবো।”
” চল, আমরা বিয়ে করে ফেলি।”
” আর ইউ লস্টেড সুজিতা? মাথাখারাপ হয়ে গেল নাকি?”
” সত্যি বলছি। আজকে যদি তুই আমাকে বিয়ে না করিস তাহলে আর কখনও আমাকে পাবি না। তোর জন্য জ্যাকপট চান্স। ভেবে দ্যাখ কি করবি।”
আনজীর ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারছে না কি করবে। সুজি তাগাদা দিল,” তোর কাছে সময় দশ সেকেন্ড। দ্রুত সিদ্ধান্ত নে। খবরদার কনফিউজড হবি না। কারণ তুই নিজেই বলেছিস, ভালোবাসায় কনফিউশন চলে না। লভ ইজ অলওয়েজ পিউর। ভালোবাসি মানে শুধুই ভালোবাসি। বলেছিস না?”
” হ্যাঁ.. কিন্তু..”
” এর মধ্যে কোনো কিন্তু থাকতে পারে না।”
” কিন্তু সুজিতা, তুই ফারদিনের উপর রাগ করে ঝোঁকের মাথায় এই ডিসিশনটা নিচ্ছিস না তো? ভেবে দ্যাখ, আমি যদি তোর এই হাত একবার ধরি তাহলে সেটা সারাজীবনের জন্য ধরবো। কোনোদিন ছেড়ে দেওয়ার জন্য নয়।”
সুজিতা হাত বাড়িয়ে দিয়ে বলল, ” ধর না প্লিজ। শর্ত হলো কোনোদিন ছাড়তে পারবি না।”
আনজীর হাতটা শক্ত করে ধরল,” তুইও প্রমিস কর!”
” প্রমিস করছি। কোনোদিন ছাড়বো না।”
ওয়াসীমের সাথে অনেকক্ষণ কথা বলার পর ফারদিনের মেজাজ কিছুটা ঠান্ডা হয়েছিল। সুজির সাথে ওইরকম বিহেভ করা আসলেই ঠিক হয়নি এটা বুঝতে পেরেই ফারদিন ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল। সে সুজির খোঁজ করতে পূর্বিদের ঘরে গিয়ে দেখল সুজি নেই। পূর্বি একাই বসে আছে। ফারদিন জিজ্ঞেস করল,” পূর্বি, সুজি কোথায় রে?”
” সুজি আর আনজীর কোথায় যেন বেরিয়েছে।”
” এতোরাতে কোথায় গিয়েছে ওরা? ”
” আমি জানি না। ফোন দিয়েছিল। শুধু বলল, আমরা কেউ যাতে ডিনার না করি। ওরা নাকি ডিনার কিনে আনবে। সবাইকে ট্রিট দিবে। আর একটা সারপ্রাইজ আছে।”
ফারদিন ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল। হঠাৎ আবার সারপ্রাইজ কিসের?
আনজীর আর সুজি কাজী অফিস থেকে বিয়ের কাজ সেরে হাজির হলো রাত বারোটায়। বিয়ের চিহ্ন হিসেবে দুজনের গলাতেই রজনীগন্ধার মালা। ওদের এই অবস্থায় দেখে ওয়াসীম আর পূর্বিতা বিস্ময়ে তাক লেগে রইল। কারো এখনও ঘটনা বিশ্বাস হচ্ছে না। উর্মি বার্তাবাহকের মতো দ্রুত গিয়ে মেহেককে সব কাহিনী জানালো। মেহেক এইসব শুনে খুশিতে নাচতে নাচতে পাগল হওয়ার অবস্থা। এর চেয়ে আনন্দের সংবাদ দুনিয়ায় আর কিছু হতে পারে না। সে রুমে গিয়ে বিছানায় উঠে ধুম ধারাক্কা নৃত্য শুরু করল। বারান্দায় তখন ফারদিন দাঁড়িয়ে ছিল। মেহেক সেটা জানতো না। ফারদিনের হাতে তখন মোবাইল ফোন। সুজির নাম্বারে ডায়াল করতে গিয়ে সে দেখল বন্ধুদের নাম্বার থেকে অনেকগুলো মিসডকল এসেছে। আর তার সব বন্ধুদের নাম্বার ব্ল্যাকলিস্ট করা৷ এজন্য কেউ ফোন করলেও সে টের পাচ্ছে না। কিন্তু সে তো কারো নাম্বার ব্ল্যাকলিস্ট করেনি! তাছাড়া আজকে সারাদিন তার ফোন মেহেকের কাছে ছিল। তার মানে এইটা মেহেকেরই কাজ। এখন তো সুজির কথাগুলোই সত্যি মনে হচ্ছে। সুজির চুলে আঠাও কি মেহেক লাগিয়েছিল? নাহলে সে কেন সারাদিন বন্ধুদের সঙ্গে ফারদিনকে কথা বলতে দেয়নি? ফারদিনের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। রাগে কান দিয়ে উত্তপ্ত ধোঁয়া বের হচ্ছিল যেন। মেহেককে পিষে ফেলতে মন চাইল। এমন সময় পূর্বি ম্যাসেঞ্জারে ফারদিনকে ম্যাসেজ করল,” দোস্ত কই তুই? জলদি ড্রয়িংরুমে আয়! মারাত্মক একটা ঘটনা ঘটসে। সুজি আর আনজু বিয়ে করে ফেলসে। তুই চিন্তা করতে পারতেসিস? দুইটা কতবড় শয়তান? পুরা গভীর জলের মাছ!”
ফারদিনের মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেল। কি হচ্ছে এসব? রাগে বড় বড় নিঃশ্বাস নিয়ে সে যখন বারান্দা থেকে বের হলো, দেখলো মেহেক বিছানায় উঠে ধেই ধেই করে নাচছে আর গান গাইছে,” চুল কাটা সুজি, বিয়ে করল বুঝি!” এমনিতেও মেজাজটা একশো ডিগ্রি হাই। তার উপর এইরকম উদ্ভট দৃশ্য দেখে ফারদিনের রাগ প্রায় অগ্নিবলয়ের রূপ নিল। বিকট শব্দে গর্জন করে উঠলো,” স্টপ ইট মেহেক!”
ফারদিনের হঠাৎ ধমক শুনে ভ্যাবাচেকা খেয়ে মেহেক ধপাশ করে বিছানা থেকে নিচে পড়ে গেল।

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে