অদ্ভুত ভালোবাসা season 2 পর্ব: ১

0
8062

অদ্ভুত ভালোবাসা season 2 পর্ব: ১
লেখিকা :অন্না
,
,
,
তিশা:::: আরে ভাবি তুমি যে ভাইয়ের হাতে মার টা খাওয়াবে না আমায় ভাবতেই আমার গলা টা শুকিয়ে যাচ্ছে,,,,
,
নীরা:::: আরে কিচ্ছু হবে না,, চলো তো,,, তোমার ভাইকে ভয় পাবার কি আছে? ও কি বাঘ না ভাল্লুক,, এইটুখানি পিচ্চি ছেলে,, ওকে দেখে আবার তুমি এতো ভয় পাচ্ছো,,,,,
,
তিশা’::’ ভাই যে কি তা আমার থেকে তুমি ভালো জানো,, কারন ভাইয়ের হাতের লজেন্স গুলো তোমার গালে পরে,,,আমার না,,,,
,
নীরা::: এই তিশু বেবি,, তুমি আমায় কিন্তুু ইনসাল্ট করছো,,,,
,
তিশা:::: না ভাবি একদমই না,,আমি শুধু ভাবছি ভাই এর পার্মিশন ছারা যে তুমি আমার সাথে যাচ্ছো তাও আবার এত্ত সেজে,,, মানে লাল পরী হয়ে,,,, ভাবতে পারছো কি করবে ও?
,
নীরা:::: আরে কুল বেবি কুল,,, তোমার ভাই কাজে গেছে আসতে আসতে রাত হবে,,, সারাদিন আজ আমরা ঘুরবো,, আগে তোমার কলেজ এর ফাংশন জয়েন করবো তারপর রাস্তায় দাড়িয়ে ফুচকা খাবো,,,উম,,,, ফুচকার কথা শুনতেই মুখে পানি চলে আসলো,,,,, তিশু বেবি চলো লং ড্রাইভ এ যাই,,,,,,
,
তিশা;::: ভাবি তোমার কি আমাকে না মারলে চলছে না?
,
নীরা;::: চুপ,, ওই রাক্ষস টার সাথে থেকে থেকে তুমিও রাক্ষসনী হয়ে যাচ্ছো বলে দিচ্ছি,,,, একদম আমায় বাধা দিবানা বলছি,,,,
,
তিশা;::: তোমার যা ইচ্ছা করো বাপু আমি এর মধ্যে নাই,, চলো কলেজে এসে গেছি,,,,
,
তিশার কলেজে আজ বিদায় অনুষ্ঠান,,, তিশা কিছু নাচ দিবে,,, নীরার ও সখ হয় নাচ দিবে,,, কিন্তুু নিলয় সেটা জানার পর নাচ তো দুরের কথা কলেজে আসার অনুমতি ও দেয় নি,,, আজ সকালে নিরবের জরুরি কাজ পরে যাওয়াও শহরের বাহিরে যেতে হয়,,, নিলয়ের আসতে দেরি রাত হয়ে যাবে,, সেই সুযোগে নীরা সেজেগুজে তিশার সাথে বেরিয়ে পরে,,,,বেরোনোর সময় নীরা বোরকা পরে বের হয় যার কারনে গার্ডরা নীরাকে চিনতে পারে না, কারন নীরার বাসা থেকে বের হওয়া বারন,, যদিও যায় তো গার্ড সাথে থাকে,,, এই কাজটা নীরার পছন্দ না,,, তাই চুরি করে বের হয়েছে,,,,
,
তিশা:::: ভাবি তুমি এখানে বসো আমি জেনে আসি আমাদের সিরিয়াল কখন,,,
,
নীরা:::: ঠিক আছে,,,
,
তিশা:::: ভাবি,,,,,,,
,
নীরা::: কি হলো?
,
তিশা:::: দেখে শুনে থাকো প্লিজ,,, তোমার কিছু হলে ভাই আমাকে মেরে ফেলবে,,,,
,
নীরা:::: যাও তো কিচ্ছু হবেনা,,
,
তিশা চলে যাবার পর নীরা উঠে কলেজ ঘুরতে লাগলো,,, এর মধ্যে একটা ছেলে নীরার পিছে যেতে লাগলো,
,
নীরা:::: এক্সকিউজ মি ভাইয়া,, এনি প্রবলেম?
,
>> নো মিস,
,
তিশা::: মিস নয় ভাইয়া,,,মিসেস,,,, মিসেস নিলয় আহমেদ্,,, আমার ভাবি,,,
,
ছেলেটি:::: ওপস্,,, বিগ ব্লান্ডার,,,, সরি ছোট আপি,,,, সরি,,,,,, তোমার নাম টা জানতে পারি?
,
নীরা:::: নীরা,
,
ছেলেটি:::: আপনি দেখতেও যেমন সুন্দর তোমার নাম টাও অনেক সুন্দর প্রেমে পরার মতো,,,,,
,
নীরা:::: এক্সকিউজ মি, ভাইয়া,,,, তিশু চলো,,,
,
তিশা:::: আমি জানতুম,,,,আমি জানতুম,,, একটা না একটা সমস্যা হবেই,,,, ভাই তো আমাকে,,,
,
নীরা:::: এই চুপ্ আর একবার ভাই ভাই করলে কিন্তুু,,,,
,
তিশা::::: থাক ক্ষেমা করো,, চলো এর পর আমাদের পরফার্মেন্স,,,,
,
নীরা::;: হুম চলো,,,,
,
নীরা আর তিশার জুটিতে খুব সুন্দর করে নাচ করে সবার মন ভুলিয়ে দেয়,,, সবাই তো চিল্লাচিল্লি, হই হই করতে শুরু করে দেয় ওদের নাচ দেখে,,,, অনেক সুন্দর করে দুজনে নাচ শেষ করে কলেজ থেকে বের হতে যাবে ঠিক তখনই সেই ছেলেটি ” নীরা” বলে পিছে থেকে ডাক দেয়,,,, নীরা আর তিশা দুজনই চমকে উঠে ডাক শুনে,,,,,দুজনে পিছে ঘুরে দেখে ছেলেটি হাতে কিছু গোলাপ নিয়ে এসে নীরার সামনে দাড়ায়,,,,
,
ছেলেটি:::: চলে যাচ্ছো তুমি?
,
তিশা::: হ্যা,,,
,
ছেলেটি:::: নীরা এটা তোমার জন্য,,,
,
নীরা::: ধন্যবাদ ভাইয়া, কিন্তুু আমি এটা নিতে পারবো না,,, সমস্যা আছে,,,
,
,ছেলেটি::: প্লিজ প্লিজ প্লিজ,, তোমার জন্য এত্ত কষ্ট করে আনলাম,্আর তুমি নিবানা,,, প্লিজ নাও,, আচ্ছা তোমরা খুুব ভালো পরফার্মেন্স করছো,,সেই শুভেচ্ছা হিসেবে নাও,,, না নিলে কিন্তুু তোমাদের যেতে দিবো না,,,
,
নীরা তিশার মুখের দিকে তাকালো,, তারপর হাসিমুখে ফুলগুলো নিলো,,,
,
তিশা:::: ভাবি,,,,,,,, কি করলে,,,,, ভাই জানতে পারলে কিন্তুু,,,,,,
,
নীরা কিছু না বলে তিশার হাত ধরে গাড়িতে উঠে বসে,,,,
,
নীরা;::: কুল বেবি কুল,,,, তোমার ভাই জানবে না,,,
,
তিশা:::: আমার মন কু ডাকছে ভাবি,,,, চলো বাসায় চলে যাই,,,
,
নীরা ;:: ধুর,,, তোমাকে বললাম না ফুচকা খাবো,,, লং ড্রাইভে যাবো,, একটা কথা বললে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিবো,,,,
,
তিশা আর কিছু বললোনা,, কারন ও জানে নীরা নিলয় ছারা কারো কথাই একবারে মেনে নেয় না ,,,,
,
নীরা আর তিশা রাস্তায় দাড়িয়ে ফুচকা খাচ্ছিলো,, আর পাশের সবাই নীরার দিকে তাকিয়ে ছিলো,,,,
,
নীরা:::: তিশু বেবি,,,
,
তিশা::: বলো
,
নীরা::: আমায় খুব সুন্দর লাগছে তাই না?
,
তিশা::: তোমার এটা মনে হলো কেনো?
,
নীরা;::: দেখছো না সবাই কি ভাবে তাকিয়ে আছে,,,,,
,
,তিশা::” ভাবি অনেক হয়েছে এবার তো চলো,,,
,
নীরা::: চলো বেবি,, লেটস্ গো,,,,
,
নীরা আর তিশা লং ড্রাইভ এ চলে যায়,,,,
,
নীরা:::: তিশা বেবি,,,
,
তিশা::’ হুম,,,
,
নীরা::: আমরা আবার এভাবে লুকিয়ে বেড়াবো ঠিক আছে???.
,
তিশা:::: আমার কোনো সখ নাই মরার,,,
,
নীরা:::: দিন দিন আস্তো একটা শাকচুন্নি হয়ে যাচ্ছো তুমি,,,, অসহ্য,
,
তিশা: ভাবি এখন বাসায় যাই,,,
,
নীরা:::: আর একটু পরে,,, প্লিজ


,
তিশা আর কিছু বলে না, ওদের বাসায় যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যায়,,,, ওরা তারাতারি এসে চেন্জ করে নিয়ে ড্রয়িংরুমে এসে বসে,,,,
,
মামুনি;::: কি রে তোদের বেড়ানো কেমন হলো?
,
নীরা::: Awesome মামুনি ,,,,,
,
মামুনি ;::: খুব ভালো,,,
,
নীরা :::: যাক বাবা রাক্ষস টা আসেনি,,,
,
তিশা::: ভাবি,,,,,,,, সামনে দেখো
,
নিলয় বাসায় চলে এসেছে,,, নিলয় এসেই নীরার গালে ঠাসসসস করে একটা থাপ্পর মেরে দেয়,,,,,
,
তিশা:::: ভাই,,,,,
,
তিশা কথাটা বলতেই নিলয় এমনভাবে তিশার দিকে তাকায় তিশা তো দৌড় নিজের রুমে,,,,,
,
নীরা::: তু,,,,,,তুমি,,,,,, আমায়
,
মামুনি :::: কি রে আবার কি হলো,,,
,
নীরা কথা টা বলতেই নিলয় ওর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে রুম লক করে দেয়,,,
,
নীরা:::: তুমি দরজা লাগালে কেনো?,আমি তো কিছু করিনি
,
কথাটা বলতেই আরেকটা পরলো নীরার গালে,,,,,
,
continue
,
( কেমন হলো সবাই জানাতে ভুলবেনা কিন্তু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে