অদ্ভুত ভালোবাসা season 2 পর্ব:৫

0
4563

অদ্ভুত ভালোবাসা season 2 পর্ব:৫
লেখিকা:অন্না
,
,
,
,
আকাশ::: কিছু কথা না জানাই থাক,
,
নীরা: হুম
,
আকাশ::: তুমি এই বিয়েতে খুসি তো নীরা?
,
নীরা :::: খুসি না হবার কি আছে ভাইয়া?
,
আকাশ::: সেটাই কি স্বাভাবিক নয়?
,
নীরা;:: মানে?
,
আকাশ::: মানে হলো তোমার বিয়েটা তো আর পাঁচটা বিয়ের মতো স্বাভাবিক ভাবে হয় নি,খুসি না থাকাই তো কমন ব্যাপার,
,
নীরা :::: বিয়েটা যে সিচুয়েস্যন এই হোক না কেনো আমাদের সংসারটা এখন আর পাচটা সংসারের মতোই স্বাভাবিক,
,
আকাশ::: আচ্ছা,, হানিমুন এ কোথায় গিয়েছিলে?
,
হানিমুনের কথা শুনে নীরা লজ্জা পেয়ে যায়,,,,
,
আকাশ:::: লজ্জা পাবার কি আছে,, এটা তো কমন ব্যপার
,
নীরা ::: না সেটা না,,, এখনও কোথাও যাওয়া হয় নি,,,,
,
আকাশ’:::: কেনো???
,
নীরা:::: না,,,,,,, উনি ব্যস্ত তো তাই
,
আকাশ:::: বুঝতে পেরেছি
,
নীরা”:: কি?,
,
আকাশ::; না কিছু না
.
নীরা:::না বলেন,, কি বুঝেছেন আপনি
,
আকাশ::: না তোমার মন খারাপ হবে
,
নীরা::: হবে না আপনি বলেন
,
আকাশ::: আর ইউ সিওর?
,
নীরা::: ড্যাম সিওর
,
আকাশ’::: আসলে নিলয় চায় না তোমাকে কারো সামনে আনতে,,,
,
নীরা::: কি রকম?
,
আকাশ:::: তোমাকে কি নিলয় কারো সামনে নিয়ে যায়? নাকি কোনো অফিস পার্টিতে নিয়ে যায়,, তোমাকে তো সব সময় ওর নজরে আটকে রাখছে,,, তাই না?
,
নীরা::: না আসলে,,,
,
আকাশ:::; ভালোবাসলে ভালোবাসাকে প্রকাশ করতে হয়,,, আটকে রাখতে হয় না,,, ও হয়তো কারো থেকে তোমাকে আড়াল করে রাখতে চায়, তাই তোমাকে এত্ত সিকিউরিটির মধ্যে রাখেছে, বুঝনা?
,
নীরা:::: আমি এসব বিশ্বাস করি না,,
,
আকাশ:::: বোকা মেয়ে তুমি তাই তোমাকে এভাবে ঠকাচ্ছে ও,,, নিজেই ভেবে দেখো না ও কেনো তোমায় সবার থেকে লুকিয়ে রাখে বলো,,, আটকে রাখে বলো,,,
নিশ্চয় এমন কেউ আছে যার কাছে তোমাকে প্রকাশ করতে চায় না,,,
,
নীরা:::: আপনি কি বলতে চাচ্ছেন ওর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? হাহাহাহাহা শোনেন আমার থেকে বেশি কেউ ওকে কেউ চিনে না,,, করন নিলয়ের জীবনটা নীরার সাথে থাকে,,, ওর দিনের শুরুটা হয় আমার সাথে আর শেষ টাও হয় আমার সাথে,,, আপনি ওর নামে এই সব বাজে কথা বললে আমি বিশ্বাস করব ভাবলেন কি করে?
,
আকাশ;:::আরে নীরা
,
নীরা:::: অনেক হয়েছে আমার বর এর নামে কুকথা আপনি আমার কাছেই করছেন??? শোনের ও যেমন ই হোক আমি ওকেই ভালোবাসি আর ও আমার সাথে যাই করুক সেটা আমার আর ওর পার্সোনাল ব্যাপার আপনি এখানে মাথা না ঘামালেই উচিৎ হবে,,, আর নেক্সট টাইম খবরদার আমার কাছে এ ধরনের কথা বলতে আসবেন না,,,,
,
আকাশ:::: নীরা,,,, নীরা,,,, আমার কথাটা শুনবে তো?
,
নীরা:::: আপনি কে আমার যে আপনাে কথা আমার শুনতে হবে,,, মি, আকাশ দয়া করে আমার পিছু ছেরে দিন,,,,
,
নীরা গাড়ি করে উঠে চলে আসলো,,,,,
,
আকাশ::: সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাকাতে হবেই,,, কিন্তু নিলয়ের কাছ থেকে সরিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসবই নীরা,,,, মনে রেখো তুমি শুধু আমার,,,,
,
,
, নীরা বাসায় এসে নিলয়কে ফোন করে,,,কিন্তু নিলয় ফোন ধরে না,,,
,
এর মধ্যে নীরার কাছে আননোন নাম্বার থেকে ফোন আসে,, নীরা ভাবে নিলয় ফোন করেছে,,,, নীরা ফোনটা রিসিভ করে,,,
,
নীরা::: এই তোমায় কখন থেকে ফোন করছি ধরছো না কেনো?
,
আকাশ:;: আরে নীরা আমায় তুমি কখন ফোন করলে?
,
নীরা ::: আপনি?
,
আকাশ::: আকাশ
,
নীরা::: আপনি কেনো ফোন করেছেন?
,
আকাশ::: তুমি ঠিক মতো বাসায় পৌছেছো?
,
নীরা::: সেটা আপনার জেনে লাভ?
,
আকাশ::: আচ্ছা না বললে সেটা তোমার ব্যাপার,, যে জন্য ফোন করেছি শোনো
,
নীরা :::: আমি আপনার কোনো কথা শুনতে চাই না,,
,
আকাশ::: তোমার ভালোর জন্যই বলছিলাম,,, জানি তুমি নিলঢকে ফোন করছো কিন্তু ও ফোন ধরছে না ,, ও কোথায় আছে সেটা বলতাম আর কি,তুমি যখন সুনবা না ঠিক আছে,,
,
নীরা ::: এই এই শোনেন রাখবেন না,, আধা কথা আমার মোটেই পছন্দ নয়, আমি জানতে চাই ও কোথায় আছে,,
,
আকাশ::: শুনে তো আর বিশ্বাস করবে না তার থেকে বরং তুমি নিজের চোখেই দেখে যাও,,,
,
নীরা::: কোথায় আসতে হবে?
,

,

আকাশ::: দেখো তোমার নিলয় কি করছে,,
,
নীরা :::: এটাতে কি প্রমানিত হয়??
,
আকাশ::: ্আরে বুঝতে পারছো না কিছু?
,
নীরা ::: কারো সাথে কফিসোপে বসা মানেই তার সাথে প্রেম করা বুঝায় না বুঝলেন,,
,
আকাশ;;:: তাই? তাহলে ফোন দিয়ে শোনো ও কোথায়, দেখো ফোন তোলে কি না
,
নীরা নিলয়ের কাছে ফোন দেয়, দুবার কল যেতেই ফোন ধরে,,
,
নিলয়;::: হ্যা নীর বলো
,
নীরা::: সেই কখনথেকে ফোন দিচ্ছি তুমি কোথায়?
,
নিলয়:::( ওকে যদি বলি আমি কোনো মেয়ের সাথে বসে বিজনেস ডিল করছি তাহলে যদি রেগে যায়.মন খারাপ করে)
,
নীরা::: কি হলো কথা বলছো না কেনো?.
,
নিলয়:: আরে অফিসে আছি তো, অনেক কাজ, তাই ফোন রিসিভ করতে পারিনি,,
,
নীরা;;:: ওহ্,
,
নীরা ফোন টা কেটে দেয়,,,
,
আকাশ:::: কি দেখলে তো? আমি মিথ্যা বলি না,, নিজের দিকে তাকাও আর মেয়েটিকে দেখো,,, কেনো ও তোমার কাছে মিথ্যা বলে বুঝনা?
,
নীরা কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে আসে,,,
,
রাতে নিলয় বাসায় এসে সারাবারি নীরাকে খুজে পায় না,,,
,
তিশা:::: যাকে খুজতেছিস সে গেস্টরুমে দরজা লক করে বসে আছে বিকাল থেকে,,,,
,
নিলয়:::: কেনো?
,
তিশা::: সেটা আমার থেকে তুই ভালো জানবি,, নিশ্চয় কিছু বলেছিস,,
,
নিলয়:::: আরে আমি কিছু বলিনি,,
সেই তখন থেকে আমি ওরে ফোন করছি কিন্তু ধরছে না,,
,
তিশা::: আমি জানি না,, বাবাই তোর কান মলে দিবে আজ,,, তারাতারি ভাবিকে নিয়ে খেতে আয়,,,,
,
নিলয় গিয়ে দরজা ধাক্কাতে থাকে,,
,
নিলয়:::: নীর পাখি,,,, নীর পাখি,, দরজা আটকে বসে আছো কেনো? কি হয়েছে কেউ কি কিছু বলেছে আমার পাখিটাকে,,,,,
,
নিলয়ের কথা শুনেই নীরা দরজা খুলে নিলয়কে জরীয়ে ধরলো,,,,
,
নিলয়::: কি হয়েছে নীরু আমায় বলো,,,, কেউ কি কিছু
,
নীরা নিলয়কে হালকা ধাক্কা দিয়ে সরীয়ে সেখান থেকে সরে আসে,,,,,,
,

নিলয় কিছুই বুঝলোনা নীরার কাহিনী,,,নীরার পিছে পিছে গেলো,,, নীরা রুমে গিয়ে বেলকুনিতে বসে পরে,,, নিলয় গিয়ে নীরার পাশে বসে
,
নিলয়:::: নীর পাখি তোমাকে একটা কথা মিথ্যা বলেছি আজ,,,
,
নীরা নিলয়ের মুখের দিকে তাকালো,,
,
নিলয়::: আসোলে যখন তুমি ফোন করেছিলে তখন আমি অফিসে ছিলাম না, একটা মেয়ে ক্লাইন্টের সাথে রেস্টুরেন্ট এ ছিলাম,,, তখন তোমায় বলিনি, ভেবেছিলাম বললে তুমি যদি মন খারাপ করতে,,,,,
,
নিলয়ের কথা শুনে নীরা নিলয়ের গলা জরীয়ে হাউমাউ করে কেদে উঠে,,,

,
নিলয়::::: আরে তুমি কাদছো কেনো,,, কি হয়েছে বলবে তো,,,, তখন ফোন ধরিনি তাই রাগ করেছো? সত্তি এত্তগুলা সরি খুব জরুরি মিটিং ছিলো তাই ফোন,,,,,
,
নীরা নিলয়ের ঠোটে নিজের ঠোট ডুবিয়ে দেয়,,,,
,
নীরার এসব ব্যবহারে নিলয় শুধু অবাকই হচ্ছে,,,, কিছুক্ষণ পরে নীরা নিলয়কে ছেরে নিলয়ের কোলে উঠে বসে,, নিলয় ও নিজের কোলের মধ্যে নীরাকে পরম ভালোবাসায় জরীয়ে ধরে,,,,
,
নীরা ::: আজ আকাশ ভাইয়া কলেজে এসেছিলো,,
,
নিলয়;:: কোন আকাশ?
,
নীরা::: সেদিন যাদের সাথে ডিল করলা সেই,আর সেদিন যার হাত থেকে গোলাপ নিয়েছিলাম সেই আকাশ,,,
,
নিলয়;:: ও কেনো তোমার কলেজে গেছে???
,
নীরা সব কথা নিলয়ের কাছে খুলে বলে,,,
,
নিলয়:::: এতো কিছু হয়ে গেছে তুমি আমায় বলনি কেনো?
,
নীরা:::: তখন এক মুহুর্তের জন্য আমার মনে হয়েছিলো,,,
,
নিলয় ::: কি? আমি অন্য মেয়ের সাথে প্রেম করছিলাম???
,
নীরা::: হুম,,
,
নিলয়::: আমার একটা জরুরি কাজ আছে,,, তুমি থাকো জলদি আসছি
,
নীরা::: কোথায় যাবে?
,
নিলয়:::: পাগলি বললাম তো কাজ আছে,,,
,
নীরা::: তারাতারি এসো,,,
,
,
,
আকাশ:::: কাম ইন মি,নিলয়,, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম,, ভাবিনি এতো তারাতারি আসবে,,,,,
,

,
be continue ♥

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে