হযরত মুসা (আঃ) ও দরিদ্র কাঠুরিয়ার দোয়া | ইসলামিক গল্প সংখ্যা-১৪

0
101

হযরত মুসা (আঃ) ও দরিদ্র কাঠুরিয়ার দোয়া

একদিন হযরত মুসা (আঃ) আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। পথে তিনি এক দরিদ্র কাঠুরিয়ার দোয়া শুনলেন। কাঠুরিয়া বলছিলেন,
“হে আল্লাহ! যদি তুমি আমার কাছে থাকতে, আমি তোমার চুল আঁচড়াতাম, তোমাকে ভালো খাবার দিতাম, এবং তোমার যত্ন নিতাম।”

মুসা (আঃ) এ কথা শুনে তাকে তিরস্কার করলেন এবং বললেন, “তোমার দোয়া খুবই অশোভন। আল্লাহ মানুষের মতো নন, তিনি এর ঊর্ধ্বে। তুমি এমন কথা বলছো কেন?”

কাঠুরিয়া লজ্জায় ভেঙে পড়ল এবং বলল, “আমি জানি না কিভাবে দোয়া করতে হয়। আমি শুধু আমার ভালোবাসা প্রকাশ করছিলাম।”

এরপর মুসা (আঃ) আল্লাহর সাথে কথা বললেন এবং এ ঘটনা বর্ণনা করলেন। তখন আল্লাহ বললেন,
“হে মুসা! তুমি আমার বান্দাকে দূরে সরিয়ে দিয়েছ। আমি তার সরল হৃদয় থেকে আসা ভালোবাসা গ্রহণ করেছি। আমি তার অনুভূতি দেখেছি, তার শব্দ নয়।”

মুসা (আঃ) দ্রুত কাঠুরিয়ার কাছে ফিরে গেলেন এবং ক্ষমা চাইলেন। তিনি তাকে জানালেন, আল্লাহ তার দোয়া গ্রহণ করেছেন।

শিক্ষা:
আল্লাহ বান্দার হৃদয়ের অবস্থা বোঝেন এবং তাদের সরল ভালোবাসা গ্রহণ করেন।

দোয়ার জন্য বিশেষ ভাষার প্রয়োজন নেই; আন্তরিকতাই গুরুত্বপূর্ণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে