যখন ৫ বছরের বোন কাঁদে

0
1288

যখন ৫ বছরের বোন কাঁদে….??
ভাইয়াঃ লক্ষি বোন কাঁদিস না
দোকান থেকে চকলেট কিনে দেব।
যখন ১০ বছরের বোন কাঁদে??
ভাইয়াঃ বল তোকে কে বকেছে?
কার এত্তবড় সাহস যে আমার
বোনকে বকছে! শুধু নামটা বল,
একদম মেরে তক্তা বানিয়ে দিব।
,
যখন ১৫ বছরের বোন কাঁদে??
ভাইয়াঃ না কেঁদে আমারে বল
কোন ছেলে তোকে বিরক্ত
করছে………?? হারামজাদার
কলিজা ছিড়ে কুত্তারে খাওয়ামু।
,
যখন ২৫ বছরের বোন কাঁদে??
ভাইয়াঃ স্বামী কি তোকে
মেরেছে, কাঁদছিস কেন বোন?
একবার বল আজকেই
শালারে জিন্দা কবর দিমু।??
ভাইয়া নামক শব্দ মানেই বোন কে পাহারা দেয়া, সব কিছুর বিনিময়ে বোন কে সুখি করা আর হাসানো I
আমরা ভাইরা সবসময় বোনের মুখে হাসি দেখলে খুশি থাকি????

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে