বিয়ের আগে আমি পারবো না এসব করতে।।

0
4768

ছেলে:হাই??

অনলাইন থেকেও ম্যাসেজ করো না এখন।।??

মেয়ে:সেটাই কি উচিৎ না??

মানে??

তুমি আমার সাথে কাল যা করেছো তারপরেও তোমার সাথে কথা বলা যায়??
তোমার কি মনে হয়??

তুমি তো কাল কথা না বলেই চলে গেলে তোর্সা??

তোমার সাথে আর কোনো কথা বলার ইচ্ছে নেই আমার!!!
???????
আমকে মিথ্যে বলেছো নিয়ে গেছিলে????

প্লিজ তোর্সা আমার কথাটা একবার শোনো।।।
????

কি বলবে আর তুমি রাতুল??

তোমাকে খুব ভালোবাসি তোর্সা।।
তাই তোমার কাছে আসতে চেয়েছিলাম,,এখানে কি ভুল করেছি আমি??
????

বিয়ের আগে আমি পারবো না এসব করতে।।

আমি তোমাকে ভালোবাসি।।
কিন্তু তুমি আমাকে কি ভাবো???
আমি তোমার শরীর পাওয়ার তোমাকে ছেড়ে চলে যাবো???
????

সেটা নয়!!
আমি এখুনি এসবের জন্য তৈরী নই।।।
????

প্লিজ্ তোর্সা!!
আমাকে বিশ্বাস করে একবার চলো আমার সাথে।।

??
আমাকে মাফ করো রাতুল।।
আমি পারবো না।।.

ভালোবাসো না আামাকে??

???
না না সেটা নয়।।

তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে থাাকবো সারাজীবন।।
তোমাকে ছেড়ে কোথাও যাবো না।।
একবার আমাকে সুযোগ দাও।।?

ঠিকাছে!!
আমি রাজি রাতুল।।

????
লাভ ইউ সোনা।।

হুম্!!
আমি পরে কথা বলবো।।

কেনো??
তুমি রাগ করেছো??

না না!
সেরকম কিচ্ছু না।।
আমার কাজ আছে,,,

ও!!!
তাহলে কালকেই তুমি আমার কাছে আসবে তাইতো??
???

হুম্!!
যাবো।।
???

?????
থ্যাঙ্ক ইউ তোর্সা।।

Okkk!!
Bye!!???

বাই।।
???

2 মাস পর……….

মেয়ে:রাতুল।।
????

কি হলো তোর্সা??
কাঁদছো কেনো??

?????

?????
কিছু জিঞ্জেস করলাম তো??
কি হয়েছে তোমার সোনা??

রাতুল আমি প্রেগনেন্ট।।
???

কি??
তুমি নিশ্চিত??

হ্যাঁ।।
আমি পরীক্ষা করিয়েছি রাতুল।।
কি করবো আমি এখন??

শান্ত হও সোনা।।
আমি আছি তো!!
???

তাহলে আমরা বিয়ে করি চলো।।
????

কি বলছো তোর্সা???
আমার এখনও চাকরি হয়নি।।
কি করে বাড়িতে বলবো বিয়ের কথা???

তাহলে কি করবো??
আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই।।
??

এসব বলো না,,,একটু বোঝো।।

কি করবো তাহলে বলো??
আমি যখন বারন করেছিলাম তখন আমার কথা শোনোনি।।
আজ তাহলে এইদিন দেখতে হতো না।।

তুমি কালই আমার সাথে হসপিটাল-এ গিয়ে অ্যাবোর্শান করাবে।।

?????
আমাদের সম্তান কে খুন করবে তুমি??

বোকা বোকা কথা বলো না।।

তুমি মানুষ??
এইটাতো তোমারও বাচ্ছা!!
???

তুমি আমার সাথে যখন শুয়েছো,,,তখন আরও অনেকের সাথেই শুয়েছো নিশ্চয়ই!!
????

তুমি আমাকে এতো অপমান করছো কিভাবে??
তুমি আমাকে ভালোবাসো তাই না???

ভালোবাসি তাই তোমার গর্ভে আমার সন্তান আছে কিনা সেটা না জেনেও অ্যাবোর্শান করাবো বলেছিলাম।।

তুমি থামো।।
আমি অ্যাবোর্শান করাবো না।।
স্বার্থপর ছেলে একটা….

তোমার যা মনে হয় করো।।
আমাকে তোমার মুখ আর দেখাবে না!!!
তোমার নোংরা মুখটা আমাকে আর দেখিও না।।

ছিঃ!!
আমি ভুল একজন কে ভালোবেসেছিলাম।।

ব্লক…………