বস যখন বর _পার্ট_৫

0
7977

বস যখন বর
_পার্ট_৫
#_শেষ_পর্ব
Written by Avantika Anha
আদ্র : উফফফফ এই মেয়েটা আস্ত পাগলি
আমি : কেমনে
আদ্র : যা ভয় পাও তা দেখতে চাও কেন
আমি : ভালো লাগে (দাত বের করে হাসি দিয়ে)
আদ্র : তুমি নিজেই তো একটা পেত্নি
আমি : এ্যা
আদ্র : হ্যা
আমি : ইইইইইই না ৤
আদ্র : আমি যাই তাহলে থাকো
আমি : স্যার
আদ্র : কি
আমি : আমাদের কোম্পানি কাল কিছু নতুন মেম্বার নেওয়া হবে । তাদের ইন্টারভিউ আপনার নেওয়ার কথা ।
আদ্র : হুমমম ওকে এক কাজ করো কাল ইন্টারভিউ শেষে আমার সাথে এক মিটিং এ যাবা এক রেস্টুরেন্ট এ (যদিও মিটিং বাহানা । আসলে মিটিং নাই)
আমি : আসলে স্যার কাল আমার এক ফ্রেন্ড আসবে বিদেশ থেকে তাকে আনতে যাওয়ার কথা ছিল
আদ্র : No excuse
আমি : but sir
আদ্র : আমি যা বলেছি তাই হবে
আমি : ওকে
.
পরেরদিন ইন্টারভিউ শেষে মিটিং যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম । আসলে মুড টাই অফ হয়ে গেছে স্যার এর কথায় । আমার একটুও স্বাধীনতা নাই পঁচা ছেলে , খাটাস একটা ( মনে মনে বলছিলাম )
.
বস : আমাকে গালি পরে দিও নাও মিটিং টা বেশি জরুরী ।
আমি : হুহ
.
.
গাড়িতে
বস : চেক করো সব ওকে কি না
আমি : দেখেছি
বস : ওকে
আমি : ( আর কিছু বললাম না )

.
রেস্টুরেন্টে
আমি : কই মিটিং
বস : ওয়েট আমি কল করছি
( ফোন দেওয়ার বাহানা করলো )
আমি : কি বললো
বস : মিটিং আজ হবে না ওদের প্রব্লেম আছে
আমি : কিইইইইই
বস : হুম থাক আমরা লাঞ্চ করে নেই
আমি : আমি যাই স্যার আমার ফ্রেন্ড কে আনতে
বস : না মানা করো বলো পরে দেখা করবে তোমার বান্ধবীর সাথে
আমি : দুররর ওকে কিন্তু বান্ধবী কেন ?
বস : কেন
আমি : আরে স্যার ও তো ছেলে নাম নীল
বস : ওহ ( ছেলে ফ্রেন্ড এর জন্য এতো যাওয়ার জ্বলদি । দিচ্ছি আমি যেতে । মনে মনে )
আমি : দাড়ান ওকে মেসেজ এ জানাই যে আমি যেতে পারছি না হুহ ( কিছুটা রেগে‌ )
বস : তা কি খাবে
আমি : আপনার মাথা
বস : ও তাহলে খাও
আমি : কি কন আপনার আজকাল কি হচ্ছে স্যার
বস : তোমার যাদু ( আস্তে )
কিছু না
আমি : ভালো আমি রাগ করছি
বস : তাহলে কি করা উচিত আমার
তোমার রাগ ভাঙ্গানো ?
আমি : লাগবে না
বস : আচ্ছা আমার কাছে মনে হয় কিটক্যাট আছে নিবে নাকি ?
আমি : লাগবে না
বস : ওকে আমি খাই
আমি : খান গা
বস : হিহি ( আমাকে দেখায় দেখায় খাচ্ছে )
আমি : রাগে লাল হচ্ছি
বস : চুল টা ছাড়ো তো
আমি : মানে
বস : মানে এটা ( চুল ছেড়ে দিল আমার )
আমি : এ্যা এসব কি হচ্ছে‌
বস : আজকের পর চুল ছেড়ে রাখবে
আমি : কেন
বস : আমি বলছি তাই
আমি : হুহ
.
সব শেষে বাড়িতে……
হাসাহাসি নিশ্চই নীল আসছে
.
আমার ধারনা ঠিক
নীল : তা ম্যাডাম আসলেন আপনি
আমি : নীল কেমন আছিস
নীল : কেমন আর থাকবো তোকে ছেড়ে
আমি : হাহা
.
রাতে….
নীল : তা ম্যাডাম কাউকে ভালোবাসলেন
আমি : আরে না৤
নীল : তা আসলি না কেন
আমি : আরে বলিস না
.
(কাহিনী পুরো বললাম )
নীল : হাহা
আমি : হাসিস কেন
নীল : তুই কি সত্যি বোকা
আমি : কেন
নীল : গাধী তোর বস তোকে ভালোবাসে
আমি : আরে না তোর মাথা গেছে নাকি
নীল : তোর মাথা গেছে
আমি : চল আঙ্কেলের বাড়ি আঙ্কেলের সাথে তোর দেখা করাবো ।
নীল : আমি তো তোর বসের সাথে দেখা করবো
আমি : ইইইই যাবোই না
নীল : ওকে
আমি : ওই চল ফুচকা খেতে যাই
নীল : চলতে থাক
আমি : হ
.
বাড়ি থেকে বের হলাম । আদ্র বেলকোনি তে দাড়িয়ে ছিল । আনহা কে নীলের সাথে যেতে দেখে রেগে গেল । কিন্তু কিছু বললো না
.
পরেরদিন অফিসে নীল আর আনহা আসলো । আসলে আমি মিমির সাথে নীলের পরিচয় করাতে নীল কে নিয়ে আসলাম ।
.
আড্ডা দিচ্ছিলাম । বস দেখতেছে আর রাগে ফুলতেছে ।
.
বস : নাহ আর পারছি না যেতেই হবে‌
.
আড্ডায়
বস : এখানে কি হচ্ছে
আমি : না স্যার মানে
বস : চুপ সবাই কাজে মন দাও
নীল : আচ্ছা আমি বাড়ি গেলাম আনহু পরে বাড়ি আয় তারপর আড্ডা দিবো
আমি : ওকে
বস : আনহা come to my cabin now
আমি : ওকে
.
Cabin এ
আমি : বলুন কি কাজ
বস আমার কাছে এসে
আমি : এমা আপনি এতো আগাচ্ছেন কেন
বস : ( কিছু না বলেই আগাচ্ছে আর আমি পিছাচ্ছি । হঠাৎ দেয়ালে গিয়ে থেকলাম আমি । আম্মু গো এখন কই যাবো । দেয়ালো আর আসার জায়গা পেল না )
.
বস দু হাত আমার দুপাশে দেয়ালে রাখলো
আমি : স্যার কি করছেন সরুন
বস : মাথা নিচু করছো কেন মাথা তুলো
আমি : না
বস : তুলো বলছি
আমি : আম্মুর কাছে যাবো
বস : না আমার কাছে থাকো
আমি : কেন
বস : বুঝো না
আমি : কি বুঝবো
বস : দুরর পাগলি কবে বুঝবি৤
আমি : কি বুঝবো
(আর কিছু না বুঝে কান্না করে দিলাম)
বস : এই কাঁদো কেন
আমি : আপনি এতো কাছে আসছেন কেনো আমার ভয় করছে ।
.
বস : ও সরি ছেড়ে দিলো
.
আমি : বাপরে আমি ভাগলাম টাটা
.
জ্বলদি পালালাম । যাক বাঁচা গেলো ।
মিমি : দোস্ত
আমি : কিচ্চে
মিমি : ক্রাশ খাইছি
আমি : বাহ কার উপর
মিমি : নীল
আমি : বাপরে বাপ এখন তো দেখছি তুই আমার ভাবি হয়ে যাবি
মিমি : মজা করিস না সত্যি
আমি : হিহি ট্রিট দে৤
মিমি : ওকে সব ডান
.
অফিসে কথা হচ্ছে
কিছু জন : এটা মনে হয় আনহার বিএফ
আরেক জন : ভালোই মানিয়েছে
একজন : হুমমম চয়েজ আছে
.
বস সব শুনলো….
.
বস ভাবছে : নাহ আর এভাবে চুপ থাকলে ওকে হারাতে হবে । আজ ই কিছু করা লাগবে ।
.
বাড়িতে আড্ডা শেষে
নীল : আনহু
আমি : হুম
নীল : চকলেট খাবি
আমি : কি করা লাগবে বল
নীল : মিমি কে ভাল্লাগছে
আমি : হিহি এক শর্তে
নীল : অল ডান
আমি : শপিং
নীল : ওকে
.
তারপর ওদের মিলিয়ে দিলাম
.
রাতে……..
আঙ্কেল আমাদের বাড়িতে এলো । কি জানি কথা বললো আম্মুর সাথে ।
.
.
কিছুদিন পর……
আমি অফিস যাচ্ছিলাম । এমা কে এইটা মুখোশ পড়ে ।
আমাকে গাড়িতে টেনে নিয়ে গেলো ।
.
এমা আমি কিডন্যাপ ।
কিডন্যাপার : এই মেয়ে চুপ
আমি : আগে বলেন আমি কি কিডন্যাপ‌
কিডন্যাপার : হুমমমম
আমি : আম্মুর কাছে যাবো আমাকে ছাড়ে দেন
কিডন্যাপার : চুপ
.
কই জানি থামলো । এমা এ তো কাজি অফিস আর কিডন্যাপার তো স্যার ।
.
একি দেখছু আমি ।
.
ওখানে আম্মু , আব্বু , আঙ্কেল , নীল , মিমি সবাই আছে ।
আমি : এখানে কেনো আমি
বস : কারণ আজ তোমার আর আমার বিয়ে
আমি : কিইইইইই
বস : হুম
আমি : আমি বিয়ে করবো না
বস : করতেই হবে জানু
আমি : না
আঙ্কেল : মা আমার জন্য কর
আমি : ইইইইইই
আঙ্কেল : অনুরোধ করলাম
আমি : ( আঙ্কেলের অনেক ঋণ তাই রাজি হতেই হলো )

.
.
বিয়ে শেষে…….
আমি : এটা কি হলো
বস : কেনো গো তোমার আর আমার বিয়ে
আমি : কিছু বুঝছি না
বস : আরে পাগলি আমি তোমাকে ভালোবাসি । তোমার পাগলামি গুলোর প্রেমে যে কখন পড়লাম নিজেও জানি না ।
আমি : ইইই আমি থাকবো না
বস : ভুতের মুভি ছেড়ে দিবো কিন্তু সবচেয়ে ভয়ানক
আমি : ওকে
বস : ঠিক ই ছেড়ে দিলো
.
মুভি দেখে আমি শেষ এমন সময় কারেন্ট গেল ।
আমি : আম্মুুুউউউউউউউ
.
বলে স্যার কে জড়িয়ে ধরলাম
বস : আমাকে ছেড়ে যাবে
আমি : হ্যা
বস : তাহলে ছাড়লাম তোমাকে
আমি : না না যাবো না
বস : ভালোবাসো আমাকে
আমি : না
বস : তোমার চোখ ই আমাকে বলে ভালোয় ভালোয় স্বীকার করো
আমি : হুম বাসি অনেক বেশি বাসি
বস : হিহি তা বউ কাল কি মিটিং
আমি : DS কোম্পানির সাথে স্যার‌
বস : আবার স্যার
আমি : কি করবো অভ্যাস হয়ে গেছে
বস : বদলাও
আমি : কিন্তু
বস : কোনো কিন্তু না আমি তোমার বস
আমি : ওকে #বসযখনবর হয়েই গেলো আর কি করার
বস : হুম
আমি : কিন্তু বাড়িতে কিন্তু আমি বস আপনার
আদ্র : ওকে ম্যাডাম তা এবার ছাড়ুন আমি মেইন সুইচ অন করে আসি
আমি : মানে
আদ্র : হাহা বুঝা লাগবে না
আমি : এটা চিটিং
আদ্র : তাই নাকি
আমি : হু‌
.
মেইন সুইচ অন করার পর……
আদ্র : সেদিনের কাতুকুতু মনে হয় বাকী ছিল
আমি : এমা না
আদ্র : আমি তো দিবোই
আমি : ইইইইইই
আদ্র : হাহা
.
অতঃপর দৌড়াদৌড়ি শুরু………
.
দুজনেই বিছানায় পরে গেলাম
আমি : আই লাভ ইউ
আদ্র : আই লাভ ইউ টু আমার আহিয়ার আব্বু
আমি : আহিয়া কে ?
আদ্র : কেন আমাদের মেয়ে
আমি : কবে হলো
আদ্র : হবে ফিউচারে
আমি : কবে ঠিক করলেন
আদ্র : আগেই
আমি : হিহি সুন্দর
আদ্র : হাহা হুম
.
…………………..সমাপ্ত……………………..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে