পরীর মত বউ

0
1720
এক ভদ্রলোক আমাকে বললেন, তিনি নিজের জন্য দোয়া করতে চান যে নতুন বছরে একটি পরীর মত সুন্দরী মেয়ে যেন তাঁর বউ হয়। আমি ভদ্রলোককে বললাম, দোয়া করে ফেলেন। সমস্যা কী? তিনি বললেন, এই জাতীয় দোয়া করতে ভাই লজ্জা লাগে। সারাদিন ফেসবুকে লিখি যে জীবনে বিয়ে করলে কালো মেয়েকেই করবো। সেই লেখাগুলোতে আমার লিস্টের সব কালো কালো মেয়েরা এসে ভালোবাসা দিয়ে সিক্ত করে ফেলে। মাঝে মাঝে লিখি বিয়ে করলে কোন ধর্ষিত মেয়েকে করবো। তাকে স্বাভাবিক জীবন দেব। এখন স্বার্থপরের মত নিজের জন্য নিজেই সুন্দরী ফ্রেশ মেয়ে চাচ্ছি। শরমের কথা না?
‘শরমের কথা তো অবশ্যই।’ ‘এখন উপায়? আমি তো এক সুন্দরী মেয়েও ঠিক করে ফেলেছি। সেই মেয়েকে টার্গেট করেই দোয়াটা করতে চাচ্ছি।’ আমি ভদ্রলোককে বললাম, আপনি দোয়াটা বরং ঘুরিয়ে করুন যাতে নিজের উপর না পড়ে। কিন্তু দোয়ার রেজাল্ট একই থাকে। অর্থাৎ অন্যের উপর দিয়ে চালিয়ে দেবেন। ‘সেটা কীভাবে?’ ‘দোয়াটা হবে – নতুন বছরে নিজের জন্য কিছুই চাইনা। শুধু চাই একটা অপূর্ব রুপবতী মেয়ে যেন এই বছর আমাকে তাঁর স্বামী হিসেবে পায়। এটুকুই চাওয়া। তাঁর সুখই আমার সুখ।’ ভদ্রলোক হাঁফ ছেড়ে বাঁচলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে