তুমি আমার স্বপ্ন হবে মেয়ে?

0
2719

ছড়ার বুকে ছন্দ হবে?
বাতাস মৃদুমন্দ হবে?
সব হারাবো তোমার পানে চেয়ে!

তুমি আমার কাব্য হবে মেয়ে?
লিখবো আমি রঙিন খাতায়
তোমায় নিয়ে ইচ্ছে যা তাই
ভালোবাসায় হৃদয় যাবে ছেয়ে!

তুমি গানের সুর হবে কি মেয়ে?
নিত্য নতুন মধুর সুরে
গানের পাখি অাসবে উড়ে
তোমার হৃদয়বন মাতাবো গেয়ে!

হৃদঅাকাশের রংধনু কি হবে?
সাতটা রঙের নদী দেবো
এক পৃথিবী অাঁকিয়ে দেবো
হৃদয়কুঞ্জ লিখে দেবো তবে!
#aalmamur

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে