ডিটেকটিভ রনি পর্বঃ০২

1
1646

ডিটেকটিভ রনি পর্বঃ০২

রহস্য_উদঘাটন
– আবির খান

পরশুদিন সকালে….
কামালঃ স্যার ডিটেকটিভ রনি এসেছেন…
জাহিদ সাহেবঃ হুম তারাতাড়ি নিয়ে আসো ভিতরে..

কামাল রনিকে ভিতরে নিয়ে আসলো…
জাহিদ সাহেবঃ রনি বসো…চা খাবে??
ডে.রনিঃ না স্যার..আজ না…কেইসটা আগে সলভ করি তারপর না হয় খাবো..
জাহিদ সাহেবঃ আচ্ছা ঠিক আছে…এখন বলো তাহলে কিভাবে কি করবে??
ডে.রনিঃ আগে আমি স্পটে যেতে চাই…ওখানে গেলেই বুঝতে পারবো কি করা উচিৎ…
জাহিদ সাহেবঃ আচ্ছা..তাহলে কামাল তুমি রনিকে নিয়ে সেখানে চলে যাও..তার যা লাগবে বা যেকোনো কিছুর প্রয়োজন হলে তার ব্যবস্থা করে দিবে…আমার এই কেইসটা সলভ করা চাইই চাই রনি…..
ডে.রনিঃ হয়ে যাবে জাহিদ সাহেব..চিন্তা করেন নাহ.. তাহলে আমি উঠি…
জাহিদ সাহেবঃ আচ্ছা বেস্ট অফ লাক..

কামাল রনিকে নিয়ে পুরান ঢাকার একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়..নাম হোটেল আহসান…
কামালঃ স্যার এই সেই হোটেল…
ডে.রনিঃ হুম…

রনি হঠাৎ চোখটা বন্ধ করে কিছুক্ষন চুপ করে দাড়িয়ে থাকে..কামাল সাহেব অবাক হয়ে রনির দিকে তাকিয়ে আছেন….

ডে.রনিঃ এই হোটেলের পিছে একটা পুকুর আছে তাইনা???
কামালঃ জ্বি…কিন্তু আপনি!!!!
ডে.রনিঃ সমস্যা আছে অনেক…আস্তে করে বলল…আচ্ছা চলুন ভিতরে যাই..
কামালঃ আচ্ছা…অবাক ভাবে…

এই হোটেলের ৪ তলায় ৫ টা ফ্ল্যাট.. সবার লাস্টের অর্থ্যাৎ ৫ নং ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায় কামাল..
কামালঃ স্যার এইসেই ফ্ল্যাট ..
ডে.রনিঃ আচ্ছা তালা খুলুন…

কামাল চাবি দিয়ে তালা খুলে দিলো..রনি আস্তে করে ভিতরে ঢুকেই ঠাস করে দাঁড়িয়ে গেলো…সাথে কামালও…
কামালঃ কি হলো স্যার এভাবে আচমকা দাঁড়িয়ে গেলেন যে…

রনি ভিতরে ঢুকেই বারান্দায় গেলো…বারান্দা দিয়ে সেই পুকুরটা দেখা যাচ্ছে..রনি কেমন করে যেন সেই পুকুরটা দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে..কামাল সাহেব অনেকক্ষন যাবত রনিকে বুঝার চেষ্টা করছেন..কিন্তু নাহ কোনভাবেই বুঝতে পারছেন না…

কামালঃ স্যার….রনি স্যারর…
এবার রনি বলল…
ডে.রনিঃ কি হয়েছে??
কামালঃ কি দেখছেন স্যার??
ডে.রনিঃ না কিছুনা…আচ্ছা ভিতরে চলুন…

কামাল আর রনি ভিতরে গেলো…
কামালঃ স্যার এই বিছানাটাতেই বার বার মেরে ভিক্টিমদের চাদর দিয়ে পেচিয়ে রাখা হয়..খুবই জঘন্যভাবে তাদের মারা হয়…
ডে.রনিঃ আচ্ছা…প্রথম মাডারটা হয় ৫/৫/২০১৮ তারিখে আর আজ হলো ২৭/৫/২০১৮ তারিখ…তার মানে আজকে সহ ২৩ দিনে ৫ টা মাডার হয়…
কামালঃ জ্বি স্যার..
ডে.রনিঃ আচ্ছা ৫/৫/২০১৮ এর আগে কি এ হোটেলের কোন ধরনের কেইস পেয়েছিলেন??
কামালঃ না স্যার..৫/৫/২০১৮ এর পর থেকে আমরা টানা তিন দিন ইনভেস্টিগেশন করি কিন্তু কোন ক্লু খুজে পাইনা… তাই ৮/৫/২০১৮ তারিখে হোটেল কতৃপক্ষের কাছে এই ফ্ল্যাটটি তুলে দেই…কিন্তু ৯/৫/২০১৮ তারিখেই আবার আরেকটি মাডার হয়…এভাবে করে ৫টি মাডার একইভাবে একেরপর এক হয়ে যায়..কিন্তু আমরা কোন ক্লুই খুঁজে পাইনা…তাই এখন এ ফ্ল্যাটটি পুরা সিল করে দিয়েছি..আর কোন কেউ এই ফ্ল্যাটে উঠতে পারে না..
ডে.রনিঃ আচ্ছা…অন্য কোন ফ্ল্যাটে তো কোন সমস্যা হয়না??
কামালঃ না স্যার..শুধু এটাই…
ডে.রনিঃ আচ্ছা আমি যা বুঝার বুঝেছি…শুনুন আজ রাতে আমি এখানে থাকবো… ব্যবস্থা করুন…
কামালঃ স্যার কি বলেন??আপনি এখানে থাকবে কেন??
ডে.রনিঃ দেখুন টানা ৫ টা মাডার হয়েছে তাই ৬ নং এ আমি থাকতে চাই…এটা কোন সিরিয়াল কিলারও হতে পারে….আসলে দেখতে চাই সে কে…
কামালঃ স্যার আমি আপনাকে চিনি…আপনার সম্পর্কে অনেক কিছুই জানি…আপনিও জানেন আমিও জানি এটা কোন মানুষের হত্যাকাণ্ড হতে পারে না…দয়াকরে আপনি এখানে থেকেন না আপনার ক্ষতি হতে পারে..
ডে.রনিঃ আমি জানি…আপনি চিন্তা করেন নাহ…দেখিনা কি হয়…
কামালঃ আচ্ছা তাহলে আমি ব্যবস্থা করছি…

রাত ১০টা…
রনি আস্তে করে ফ্ল্যাটটার ভিতরে ঢুকলো…হঠাৎই…

চলবে… ?

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে