কবিতার নাম: বিলাসী আমি

0
938

কবিতার নাম: বিলাসী আমি
লেখা: সামিহা হোসেন শৈলী

আমি বৃষ্টিবিলাসী,
বৃষ্টিরে বড় ভালোবাসি।
আমি ছন্দবিলাসী,
ছন্দ মিলাতে প্রতিরাতে আসি।
আমি কবিতাবিলাসী
কবিতা হতে ভালোবাসি।
আমি গল্পবিলাসী,
লিখতে বড্ড ভালোবাসি।
আমি সংগীতবিলাসী,
তানপুরার সুরটা ভালোবাসি।
আমি সুরবিলাসী,
সুরের ধারায় ভাসি।
আমি আনন্দবিলাসী,
ভালো লাগে অনাবিল হাসি।
আমি দুঃখবিলাসী,
দুঃখের সাগরে ভেলায় ভাসি।
আমি শিল্পবিলাসী,
শিল্পের প্রতিটি শাখাই আমার কাছে সপ্তর্ষি।
আমি প্রেমবিলাসী,
প্রেমের মালা গাঁথি রাশি রাশি।
আমি জ্যোৎস্নাবিলাসী,
জ্যোৎস্না মাতায় শশী।
আমি রৌদ্রবিলাসী,
ভালো লাগে মিষ্টি রোদের হাসি।
আমি সমুদ্রবিলাসী,
নোনা ফেনায় ডুবতে ভালোবাসি।
আমি ভ্রমণবিলাসী,
ঘুরতে ভালোবাসি।
আমি পর্বতবিলাসী,
শৃঙ্খচূঁড়ের প্রতিধ্বনিতে হাসি।
আমি শরৎবিলাসী,
কাশফুলেদের একটু ছুঁয়ে আসি।
আমি বসন্তবিলাসী,
কৃষ্ণের চূড়ায় হারাতে ভালোবাসি।
আমি বৃক্ষবিলাসী,
ক্লান্ত পথিক বটের ছায়ায় বসি।
আমি শিশিরবিলাসী,
পদ্মপাতায় মুক্তো হয়ে ভাসি।
আমি রজনীবিলাসী,
রাতের তারায় শতবার মিশি।
আমি ঘোরবিলাসী,
এই বিলাসী আমায় করলো সর্বনাশী।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে