অসৎ স্বামী পর্ব/৮

0
3669

অসৎ স্বামী পর্ব/৮
লেখক/ ছোট ছেলে

????????

রিয়ার মুখে প্রশংসা শুনে একটু ভালো লাগছে

কিন্তু রাগ হয় এটা ভেবে বিয়ের কথা মেয়েটা না বললে পারতো

রিয়া আমার গলা জড়িয়ে

রিয়া/ কি হলো চুপ কেন তুমি

আমি/ ওহহহহ…… হ্যাঁ ও ঠিক বলছে

মনে মনে বলছি গাছে থাকা ফুল রেখে ঝড়ে যাওয়া ফুলটা হাতে তুলে নিবো অমন বোকা আমি নয়

তোকে বিয়ে করবো আমি হাহাহা

রিয়া/ তোমরা কথা বলো আমি চা করে নিয়ে আসছি

রিয়া ভিতরে যেতে আমি প্রেমাকে বলতে লাগলাম

আমি/ ওহহহহ… এতক্ষণ যা বলছে একটু বাড়িয়ে বলছে

ও আমাকে ভালোবাসে তবে আমি নয়

আমি রিয়াকে বন্ধুর মত জানি

প্রেমা/ ওহহহহ তাই ভালো
তো

বন্ধুকে তো ভালোবাসা যায়
ভালোবাসার মানুষকে বন্ধু ভাবা যায়না

আমি/ হুমমমম আপনি ঠিক-ই বলছেন

প্রেমা/ তা আপনি কি বিবাহিত নাকি……

আমি যে বিবাহিত প্রেমাকে তা একদম বলা যাবেনা

রিয়া ও হয়তো বলেনি বললে কি আর আমায় জিজ্ঞেস করতো
ভালোই হলো

আমি/ আরে না আপনি যেমন আমিও তেমন

অবিবাহিত

প্রেমা/ তো বিয়ে করেন নি কেন

আমি/ নিজের মত করে এখনও কাউকে পাইনি তাই বিয়েটাও করা হলোনা আজও

আপনি করেছেন

প্রেমা/ না আমারও এখনও করা হয়নি

আমি/ কেন কেন

প্রেমা/ ঐযে আপনার মত আজও কারও দেখা পাইনি তাই

প্রেমার মুখে কথাটা শুনে কেন জানি মনটা নেচে উঠলো

ততক্ষণে রিয়া চা করে নিয়ে আসলো

রিয়া/ এই নাও চা খাও

তুইও নে

রিয়া আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরে বলে

রিয়া/ এই শোননা বিয়ের পর আমরা কোথায় যাবো ঘুরতে

আমি/ তুমি যেখানে চাও সেখানে

কিন্তু মনে মনে বলছি তোর সাথে আর বিয়ে আমার হচ্ছেনা

রিয়া/ বলতো প্রেমা আমাদের দুজনকে কেমন মানিয়েছে

প্রেমা/ দারুন তোকে দেখে আমার হিংসে হয়

তোর মত করে কেন এমন একটা সঙ্গী আমি পাইনা

আমি/ তুমি চাইলে আমি তোমার হতে রাজি

প্রেমা/ কিছু বললেন আপনি

আমি/ কই না তো

প্রেমা/ আচ্ছা তোরা কথা বল আমি গেলামরে

বলে প্রেমা চলে যাচ্ছে ভিতরে

ডাকবো তাও পারছিনা পাশে রিয়া বসে আছে

আমি/ এসব না বললেও পারতে

রিয়া/ কি সব

আমি/ কি আর
কিছুদিন পর তোমার আমার বিয়ে তারপর ঘুরতে যাওয়া

এসব বলার কি দরকার ছিলো

রিয়া/ তাহলে কি এটা বলার দরকার ছিলো

তুমি বিবাহিত তারপরও অন্য মেয়ে নিয়ে রাত কাটাও সারাদিন বউ পিটাও

নেশা করো

এসব বলার খুব দরকার ছিলো তাইনা

আমি/ আরে না না রাগ করো কেন

আমি কি তা বলেছি

রিয়া/ শোন আমাকে রেখে কিন্তু আমার বান্ধবীর দিকে যদি চোখ দাও

তাহলে তোমার…..

আমি/ দিবো আর কি দিয়ে তো দিছি

আজ থেকে তুই বাদ

রিয়া/ কি ভাবছো

আমি/ না কিছুনা আচ্ছা আজ তাহলে উঠি

রিয়া/ চলে যাবে

আমি/ হুমমমমম

তবে মনটা তোমার বাসায় রেখে গেলাম

আমি যাচ্ছি তোমার বান্ধবীকে বলো

আমি চলে আসলাম খুব দুঃখ হচ্ছে আসার সময় প্রেমাকে দেখতে পাইনি এক নজরও

রিয়া ভিতরে গিয়ে দেখে

নীলা(প্রেমা) ভিতরে কাঁদছে

রিয়া/ আরে আরে তুমি কাঁদছো কেন

নীলা/ ও আর আমার নেই ওর মনে জায়গা করে নিতে আমি কখনও পারবনা

রিয়া/ নেই মানে কি আবার

তুমি তো কখনও ছিলেনা ওর মনে

এখন তোমাকে তোমার জায়গাটা দখল করে নিতে হবে

আর আমি যতটা বুঝতে পারছি

ওর মনে তোমার জায়গাটা এতক্ষণে হয়ে গেছে

নীলা রিয়াকে জড়িয়ে কাঁদতে লাগলো

রিয়া/ অনেক হয়ে এই কান্নাকাটি এবার বন্ধ করতো

এখন-ই তোমার ফোন থেকে কল দাও তাকে

নীলা/ কি হবে আর কল দিয়ে

রিয়া/ সেটা আমি দেখবো
তুমি কল দাও

রিয়ার ভরসা পেয়ে নীলা আমাকে ফোন দিলো

নাম্বারটা বউ নামে নয়
ঝামেলা নামে সেভ করা আছে

আমি ফোনটা ধরে

চলবে???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে