অপেক্ষা

0
1538

অপেক্ষা
__আশা

অপেক্ষা!
নিদারুণ এক কষ্টের নাম।
তবুও তো আমি অপেক্ষায় আছি!
দু’চোখে হাজারো স্বপ্নজাল বুনে,
তোমারই পথ চেয়ে।
এক বুক ভরা ভালোবাসার বীজ বপন করে রেখেছি,
শুধু তোমারই জন্য।
সে ভালোবাসার নাম অপেক্ষা।
তুমি নেই বলে,
বীজগুলো অঙ্কুরিত হয়ে ভালোবাসা নামক বৃহৎ বৃক্ষে পরিণত হতে পারেনি!
কারণ তুমি যে আমার অপেক্ষা।
আমার গভীর ঘুমে তুমি স্বপ্ন হয়ে হানা দাও।
কিন্তুু তোমার মুখটি আমি দেখতে পাই না।
একক ইচ্ছা,
দশক সংকল্প,
শতক চেষ্টা,
সহস্র প্রত্যাশা,
অযুত হতাশা,
লক্ষ ভাবনা,
নিযুত তৃষ্ণা,
আর কোটি কোটি আশায় আমার হৃদয় হয় তোলপাড়।
তোমায় দেখার নেশায়।
আমি তো মাতাল হয়ে ঘুমের রাজ্যে হানা দেই তোমায় বন্দি করবো বলেই।
কিন্তুু আমি বারবার হই ব্যর্থ!
কারণ তুমি যে আমার অপেক্ষা।
আমি চিত্র শিল্পী নই।
তবুও তোমায় আঁকি আমি মনের ক্যানভাসে।
মনের ক্যানভাসে তোমার ছবি ঘোলাটে,
তোমার দর্শন পাইনি বলে।
কারণ তুমি যে আমার অপেক্ষা।
প্রিয় অপেক্ষা!
তোমার কাছে একটাই মিনতি-
তুমি প্রদীপ হয়ে এসো আমার জীবনে,
আলোকিত করো আমার ছোট্ট ভুবনকে।
আমি অপেক্ষায় আছি।

তারিখ:১৭.১২.১৯ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে