অপছন্দের অপরিচিত মানুষটাকে বিয়ে করে

0
858

~অপছন্দের অপরিচিত মানুষটাকে বিয়ে করে সারাজীবন অখুশি হওয়ার চেয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করে দুদিন সংসার করে মরে যাওয়াও অনেক সুখের হয়…..
যে আপনাকে পছন্দ করে সে আপনাকে সব অবস্থাতে পছন্দ করবে।
আপনার সেজেগুজে চেহেরা আর ঘুম থেকে ওঠা তৈলাক্ত চেহারা দুইটায় তার কাছে সমান।
আপনি মোটা কিংবা চিকন সেটা তার কাছে কোন পরিচয় বহন করেনা,
তার কাছে আপনিই সম্পূর্ণ।
কেননা,তার কাছে আপনি- ই আপনি,আপনার বিকল্প কেউ নেই।?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে