জুয়াড়ি স্বামী পর্ব/৮

3
1871

জুয়াড়ি স্বামী পর্ব/৮
লেখক/ ধ্রুব

????????

পাখি/
নেন আপা ঘুমিয়ে পড়ুন

নীলা/ ওহহহ হ্যাঁ চলুন
নীলার মনে অনেক প্রশ্ন জাগছে কি ভাবছি আর কি হচ্ছে

কিছুই বুঝতেছিনা

পাখি/ কি হলো আপা ঘুমাবেন না

নীলা/ ঘুম আসছেনা

পাখি/ কেন আপা
ওহহহ বুঝেছি নতুন বাসায় তাই বলে ঘুম আসছেনা

জানেন আপা আমাগো সাগর ভাইয়া আর ধ্রুব ভাইয়া খুব ভালো আর তাদের সম্পর্কটাও

ওরা একে অপরকে ছাড়া কিছুই বুঝেনা

নীলা/ মানে কি বলছো তুমি এসব

পাখি/ না মানে মুখ ফুসকে বেরিয়ে গেছে

নীলা/ তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছো

পাখি/ তওবা তওবা আপা আপনি এটা কি বলেন

চলেন ঘুমিয়ে পড়েন আমি লাইট বন্ধ করে দিচ্ছি

নীলা/ না…..
মানে

পাখি/ ভয় নেই আপা যদি কিছু হওয়ার থাকতো তাহলে আমার সাথে হতো

ঘুমিয়ে পড়ুন

পাখি লাইটা বন্ধ করে দিলো

একটু পরে পাখি নাক ডেকে ঘুমাচ্ছে

কিন্তু নীলার চোখে একটুও ঘুম নেই

নীলা ভাবছে ধ্রুব খেয়েছে নাকি নাকি এখনও জুয়ার আসরে বসে আছে

আমার কথা কি তার মনে পড়ছে নাকি আমি ভেবে ভেবে চোখের জলে বুক বাসায়

কি স্বার্থপর মানুষ একটা ফোন দিয়েও জানতে চাইনি কেমন আছি আম

কখন যে চোখটা লেগে গেলো নীলা নিজেও বুঝতে পারেনি

আর আমিও বাসায় নাক ডেকে ঘুমাই

বউটা তো বন্ধুর বাসায় আছে এতে এত চিন্তা করার কি আছে

সকালে মায়ের ডাকে ঘুম ভাঙ্গলো হাতমুখ ধুঁয়ে নাস্তার টেবিলে যেতে

আম্মু/ হ্যাঁ রে ধ্রুব নীলাকে কখন নিয়ে আসবি

মেয়েটাকে ছাড়া ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে

আমি/ কথা হয়েছে ও আরও দু একদিন থাকতে চাইছে আমিও হ্যাঁ বলে দিলাম
আজ থাকুক কাল নাহয় নিয়ে আসবো

ঐদিকে নীলা হয়তো আমার পথ চেয়ে বসে আছে কখন ওকে ঐ বন্ধী খাঁচা থেকে মুক্ত করে আনবো

দেখতে দেখতে আরও দুটো দিন কেটে গেলো

এই তিনদিনে না নীলার সাথে কথা বলতে পারছি আর না একনজর দেখতে পারছি

মনটা বড্ড আনচান আনচান করছে

কাল সকাল হতে নাহয় যাবো সাগরের বাড়িতে

সময় কতটা দীরগতিতে চলে তা শুধু তাঁরাই জানে যারা অপেক্ষা করে

ঘড়ির কাঁটা যেখানে আছে মনে হয় সেখানে পড়ে রইলো

দ্যাতততত কখন যে সকাল হবে
আর কখন যে নীলাকে দেখতে পাবো

এমনটা ভাবছি রাতে শুয়ে শুয়ে

অবশেষে কাটলো আমার অপেক্ষার প্রহর

খুব সকালে বাসা থেকে বের হয়ে গেলাম

বাসা থেকে বের হতে

আম্মু/ আজ আর কোন কথা শুনবনা তোর

আজ আমি নিজে গিয়ে বউমাকে নিয়ে আসবো

মায়ের মুখে একটা চিমটি দিয়ে বললাম

আমি/ তার আর দরকার নেই আমি যাচ্ছি তোমার বউমাকে নিয়ে আসতে

আম্মু/ তাই যেন হয় শুনে রাখ আমার বউমা ছাড়া তোরও আজ ঘরে জায়গা নেই

আমি/ আচ্ছা আম্মু
বাসা থেকে বের হয়ে

সাগরকে ফোন দিলাম

সাগর/ কিরে ফইন্নি এত সকালে ফোন কেন করলি

আমি/ কারন… আমি তোর বাসায় আসতেছি নীলাকে
আনার জন্য

সাগর/ না না এখন না

আমি একটু ভয় পেয়ে গেলাম সাগর এমনভাবে বলছে মনে হয় আমি অন্যকারও বউ চুরি করতে যাচ্ছি

আমি/ এখন না মানে কি হুহহহ

সাগর/ মানে এটাই তুই এখন আসবিনা

ব্যাস একটু বেলা করে আসবি আর খেয়ে দেয়ে তারপর বউকে নিয়ে যাবি

আমি/ ওরে শালা আগে বলবিনা আমিতো ভয় পেয়ে গেছি

আচ্ছা তাহলে আমি দুপুরে আসবো

এখন রাখলাম

চলবে

3 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে