চির নিদ্রা-মো রবিউল ইসলাম

0
515

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
-চির নিদ্রা-
মো রবিউল ইসলাম*

প্রতিরাত ঘুমাই,প্রতিদিন উঠি,উঠবো না এককালে,
তনু থাকবে এক কোণে পরে,আত্মা যাবে চলে।
কাঁদবে সবাই আমার জন্য সকল কাজ রেখে,
শেষ বারের মতো আমার মুখটা যাবে সবাই দেখে।
নিয়ে যাবে আমায় ঐ চৌকির মধ্যে করাতে শেষ গোসল,
আর হবে না যেন,মোর দেহখানি স্বচ্ছল।
সাবান,ত্যানা সব কিছু দিয়ে করাবে শরীর সাফ,
যাদের সাথে করেছি বেয়াদবি,করবে যে তারা মাফ।
শুবো আমি সেই শক্ত খাটিয়াতে নিঃস্ত্বব্ধ হয়ে,
জানাযায়ের জন্য খাটিয়াসহ নিয়ে যাবে আমায় বয়ে।
জানাযা শেষে আমায় নিয়ে যাবে,যখন কবরের পাশে,
সাড়ে তিন হাত মাটির নিচে,রাখবে আমায় ঠেসে।
কবরের মধ্য রেখে আমার উপর দিবে বাশঁ আর ধারাই,
তখন থেকে শেষ হবে আমার পৃথিবীর বুকে লড়াই।
কবরের উপর মাটি দিবে কত ছেলে পুলে ও তাদের পিতা,
জান্নাত-জাহান্নাম ঠিক করবে অন্তর্যামী দাতা।
পৃথিবী ছেড়ে যেতে হবে,শোনা ধরার বিসিন্দারা,
এই ভাবেই যে দিতে হবে আমাদের চির নিদ্রা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে