পুরুষ – লেখিকাঃ তানজুম জান্নাত শমি

0
468

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা_সেপ্টেম্বর২০২০
কবিতাঃ পুরুষ
লেখিকাঃ তানজুম জান্নাত শমি

পুরুষ বলে কাঁদতে আমার
আছে হাজার মানা।
যদিও আমার দুঃখের কারণ
সবার-ই অজানা।
আমার ভেতর লুকিয়ে আছে
দুঃখেরই আস্তানা।
কিন্তু সেই আস্তানা কেউ
দেখতে-ই পায়না।

বয়স বাড়ার সাথে সাথে
বাড়তে থাকে চাপ।
তারপরও পরিবেশের সাথে
খাওয়াতে হয় খাপ।
লেখাপড়া চলাকালীন
চিন্তা শুরু হয়।
নিজের ভবিষ্যত নিয়ে
বাড়তে থাকে ভয়।

ভালো যাকে বাসি আমি
বলতে পারি না।
কারণ এখনো যে আমি
কিছুই করি না।
বিয়ে করতে হলে আমার
দুইটা জিনিস লাগবে।
হয়তো সরকারি চাকরি
নয়তো বিদেশ যেতে হবে।

পরিবারের চিন্তা তো আর
সে তো কম নয়।
ভাই-বোন, মা-বাবার কথাও
ভাবতে আমার হয়।

তারপরও আমি ভীষণ
ধৈর্য্য ধরে আছি।
প্রিয় মানুষ গুলোর জন্যই
আজও বেঁচে আছি।
জানি দুর্দিন ফিরে একদিন
আসবে সুদিন।
স্বপ্নের মাঝে দেখা দেয়
আমায় ঐদিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে