কথা মানে শান্তি কথাতেই অশান্তি ,কলমে- আভীদ

0
910

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা- কথা মানে শান্তি কথাতেই অশান্তি
কলমে- আভীদ খান

কথা দিয়ে কাছে টানে
চুপ কথায় হয় অনুভূতি
বেশি কথায় মিথ্যা হয়
অল্প কথায় যত শক্তি।

কথা দিয়ে বিচ্ছেদ হয়
কথাতে যতো ব্যথা আপত্তি
কথার মধ্যে একটা সন্দেহে
সম্পর্কের ঘটে নিষ্পত্তি।

কথার আছে অনেক বল
কথা দিয়ে হয় সঞ্চয় ও সম্বল,
কথা দিয়ে কেউ হৃদয় ছুঁই
কথাতেই প্রেয়সীর মন দূর্বল।

কথা দিয়ে যুদ্ধ থামানো যায়
কথা দিয়ে ঘটে কতো দ্বন্দ্ব,
কথার কাছে কথা আছে
কথা দিয়ে ছড়াই অকথার দুর্গন্ধ।

কথা দিয়ে কবিতা হয় ছন্দে
কথা হয় কথার কথা সুগন্ধে ও আনন্দে,
কথার জন্যই ভাষার প্রতিকূল সৃষ্টি
কথার জন্য গল্পে উপন্যাসে হয় বিরহ বৃষ্টি।

সত্য কথা, তেতু কথা কিংবা মিষ্টি কথা
কথা দিয়ে সম্বোধন হয়, হরেক ডাকের কথা
কথা নেই তো শহর জুড়ে নামে নিস্তব্ধতা
কথা হলে বেশি কথায় যতো মাথাব্যথা।

কথা দিয়ে করা যায় হৃদয় হরণ
আবার কথাতেই হয় বস্ত্রহরণ,
কথা দিয়ে প্রতিজ্ঞা হয় বাঁচবো আমরণ
কথা দিয়েই ভাঙ্গে বিশ্বাসের চরণ।

কথা দিয়েই প্রেমিকার ঠোঁটে ফোঁটাই হাসি
কথা ভুলের কারণে অনেকেই দেয় গলায় ফাঁসি।
কথা শব্দের জন্যই মুখ আর কানের সৃষ্টি
কথা দিয়েই খুঁজে প্রার্থনায় রহমতের বৃষ্টি।

কথা দিয়ে হয় বিয়ের মন্ত্র উচ্চারণ
কথা দিয়েই হয় মন্দির মসজিদের নিমন্ত্রণ।
কথা দিয়ে স্লোগানে হয় যতো স্বর
কথা দিয়েই খোজা ভগবান আল্লাহ আর ঈশ্বর।

কথা দিয়ে আসল কাজ কথা দিয়েই শেষ
কথা দিয়ে শুরু করে কথা দিয়েই যতো রেশ,
কথা আসল কথা নকল কথাতেই যতো সন্ধি
কথা দিয়ে তৈরি হয় দাঙ্গা হাঙ্গামা কথাতেই হয় বন্দী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে