#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতাঃ একদিন হবে জয়।
কলমেঃ ফয়জুন্নেসা মেহেনাজ
সন্ধ্যা ঘনিয়ে রাত নামছে,
ঘনিয়ে আসছে একাকিত্বের প্রহর।
একই ঘরে থেকেও যে আজ,
গড়ল আলাদা শহর।
ভাইরাসের অতর্কিত হামলায়,
জরাজীর্ণ এই ধরা।
বের হওয়া যে বড্ড নিষেধ,
মাক্স পরিধান ছাড়া।
কোভিড ঝড়ে মুখ থুবড়ে,
পড়ছে মানুষ অনেক।
হয়তো আবার রুখে দাঁড়িয়ে,
ফিরছে জনা কয়েক।
এ অসুস্থ পৃথিবীতে থমকে গেছে,
রঙিন শৈশব, কৈশোর।
সবকিছুই যে আজ চলমান,
ইন্টারনেটে চড়ে দিনভর।
লকডাউন, কারফিউ টিকেনি কিছুই,
টিকে আছে শুধু মনের ভয়।
তবুও ক্ষীণ আশায় বাঁচা,
একদিন ঠিক হবেই জয়।
পৃথিবী আবার এগিয়ে যাবে,
তিক্ত এক অভিজ্ঞতা নিয়ে।
তবু সুখের কালে, এইসব দিন ভুলে,
অভিশপ্ত সময়ের কথা কালের গর্ভে যাবে হারিয়ে।
উঠবে নতুন রবি গগনের কোণে,
নামবে অমাবস্যার চাদর।
স্বস্তির হাসি ফুটবে প্রাণে প্রাণে,
মুখরিত হবে আবার রুপালি শহর।
টুংটাং গিটার আর গানের সুরে,
শাটল ট্রেনের বগি উঠবে মেতে।
হেঁটে যাবো হাতে হাত মিলিয়ে,
চিরচেনা সেই ঘাসফুলের পথে।
কাঁধে ব্যাগ ঝুলিয়ে, ফেরা হবে আবার,
প্রিয় কলেজ ক্যাম্পাস আর স্কুল প্রাঙ্গণে।
থাকবে না সে ভয়, না থাকবে সে চিন্তা আর,
এই বুঝি করোনা আবার আঘাত হানে।