Tag: কথা ছিল

  • কথা ছিল

    কথা ছিল
    আশা

    কত ইচ্ছে জাল বুনন করেছিলাম তুমি-আমি
    এ জালের সুঁতো কখনো শেষ প্রান্তে আসতে পারতো না।
    কারণ ইচ্ছে ছিল অসীম!
    তুমি-আমি উভয়েই ছিলাম ইচ্ছেধারী।
    কথা ছিল ক্ষুদ্র ইচ্ছেগুলো পূরণ করার।
    বিশালতা আমাদের কখনই কাম্য ছিল না।
    অল্পতে তুষ্ট আমরা;পেন্সিলে আঁকা বিরাট ইচ্ছে গুলোকে,
    রাবারের ঘষায় মুছে ফেলতাম তাই।
    কারণ কিছু ইচ্ছের সৃষ্টি হয় বেদনা হয়ে।
    না পাওয়ার বেদনা!
    আমরা তাই বুনন করতাম ক্ষুদ্র ইচ্ছা।
    তবুও আমাদের ইচ্ছে জালের ছিল না কোনো সমাপ্তি!
    অথচ! আজ ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছেগুলো বিশাল হয়ে গড়ে তুলেছে আমার বেদনার পাহাড়।

    কথা ছিল আমাদের ছোট্ট একটা সাজানো সংসার হওয়ার।
    যেখানে ভালোবাসায় পূর্ণ থাকবে আমাদের দেয়াল।
    অথচ! আমার হৃদয়ে আজ তোমার ভালোবাসার অভাব।

    কথা ছিল তোমার মরুভূমির উত্তপ্ত বালুকা হওয়ার।
    যে বালু নিমিষেই শুষে নিতে পারে জল।
    আর তুমি শুষে নিবে আমার বেদনার জল।
    অথচ! আজ আমার চোখের জলের স্রোতোধারা তোমায় ধারণ করে!

    তুমি চলে গেলে তুচ্ছ কারণে!
    তবুও আমি তোমায় দোষ দিতে পারি না।
    নিয়তি ভেবে তোমার চলে যাওয়া মেনে নেই।
    তোমার প্রতি গভীর ভালোবাসা।
    অকারণে তোমার বিচ্ছেদকে তাই দোষ দিতে পারিনা।
    নিজেকে সান্ত্বনা দেই এই বলে-
    ‘কথা ছিল সব স্বপ্নের ঘোরে,
    ঘুম ভেঙে গেলো স্বপ্নেরাও ইতি টেনে দিল।’

    তারিখঃ ১৫-০৩-২০২০ইং

    এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
    আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
    শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

    ▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
    ▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
    আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
    https://www.facebook.com/groups/golpopoka/