আনন্দ – লেখিকাঃতায়্যিফা আক্তার শিফা

0
500

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা(স্বরচিত)ঃআনন্দ
লেখিকাঃতায়্যিফা আক্তার শিফা

একটি অদ্ভুদ শব্দ আনন্দ
ফোয়ারা ফোয়ারা খুশির রন্ধ।
আনন্দ মানে সুখের অনুভূতি
বুকের মাঝে একটু হাসির প্রগতি।
মধুময় এ শব্দটি তাই
জীবনে পেতে চাই সবাই।
যার মাঝে নেই আনন্দ
জীবনটাই তার হয় অন্ধ।
জীবনে আনন্দ মরণে আনন্দ
জীবনটাই আনন্দের ছন্দ।
বুকের মাঝে আছে যার নিষ্পাপ প্রাণ
তার জীবনের সবখানেই আনন্দের জয়গান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে